অমর্ত্য সেনের ‘নোবেল জয়’ নিয়ে কটাক্ষ করেছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি বলেছিলেন, ‘উনি নোবেল প্রাইজ পাননি। অর্থনীতিতে নোবেল দেওয়া হয় না’। কয়েকদিন আগে অমর্ত্যকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি হেসে বলেছিলেন, ‘এই নিয়ে আমার কিছু বলার নেই’। কিন্তু এবার বললেন, ‘আমি কখনও দাবি করিনি নোবেল পেয়েছি।’
অমর্ত্য সেনের নোবেলজয় নিয়ে ওই বিতর্কিত মন্তব্যের পর বিশ্বভারতীর উপাচার্য সেই সময় বলেছিলেন, ‘অর্থনীতিতে যাঁরা নোবেল পান, তাঁরা আদতে নোবেল মেমোরিয়াল পুরস্কার পান।’ সেই মন্তব্য ঘিরেই যত বিতর্কের সূত্রপাত। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতেও জোর চর্চা শুরু হয়েছিল। বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছিল বিদ্যুৎ চক্রবর্তীর ওই মন্তব্যকে ঘিরে। অতীতে একবার বিষয়টিকে হেসে উড়িয়ে দিলেও এবার তা নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।
অমর্ত্য সেন নিজেকে নোবেলজয়ী বলে দাবি করেন বলে যে মন্তব্য বিশ্বভারতীর উপাচার্য করেছেন, সেই মন্তব্য ‘মিথ্যা’ বলে দাবি করলেন অমর্ত্য সেন। তাঁর কথায়, ‘উপাচার্য তো অনেক কথাই বলে থাকেন। আমাদের উপাচার্য যেরকম কথা বলে থাকেন, তাতে আমি নোবেল পেয়েছি বলে দাবি করি… এমন মিথ্যা বার বার বলতে থাকেন। এমন হলে বলতে হবে তিনি নিজের প্রতি খুব সুবিচার করছেন না।’