পশ্চিমবঙ্গে এনআরসি করার দাবি তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে এ রাজ্য। যদিও এনআরসি-র বিরুদ্ধে আন্দোলনে নেমেছে শাসক দল। মিছিলে হেঁটেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এমন এক ভিডিও যা দেখে অনেকেই বলছেন এবার সত্যেই এনআরসি দরকার বাংলায়।
ভাইরাল হওয়া ভিডিওতে এক যুবক বলছেন তিনি আদতে বাংলাদেশের নাগরিক। কিন্তু এখন থাকেন ভারতে। ওই ভিডিওটিতে যুবক বলেন তাঁর নাম জাইদুল খান। তিনি এখন কলকাতার একটি বস্তিতে থাকেন। তিনি স্বীকার করে আদতে তাঁর বাড়ি বাংলাদেশ। তাঁর কাছে ভারতের আধারকার্ড রয়েছে। তিনি তা বার করে দেখানও।
আধার কার্ডে দেখা যাচ্ছে ওই যুবকের নাম জাইদুল খান। তাঁর ঠিকানা মাঝের পাড়া, ঘুনি, হাতিয়াড়া, উত্তর ২৪ পরগণা, পিন – ৭০০১৫৭। তাঁর জন্ম সাল রয়েছে ০১/০১/১৯৯১। সেই ভিডিওতে আরও দেখা যাচ্ছে, কয়েক জন ব্যক্তি যুবককে ধরে জেরা করছেন। জেরার মুখে জাইদুল স্বীকারও করেন যে তিনি বাংলাদেশের নাগরিক।
এই ভিডিও ভাইরাল হতেই উঠে আসে নানা রকম প্রতিক্রিয়া। অনেকেরই দাবি এবার সত্যিই দরকার এনআরসি। নাহলে আর ঠেকানো সম্ভব নয় অনুপ্রবেশ। এর ফলে বিনষ্ট হচ্ছে দেশের ভারসাম্যও। আবার অনেকেই সমালোচনা করেছেন যারা জেরা করছেন তাঁদেরই। একাংশের দাবি তাঁদের কী অধিকার ছিল জেরা করার। এটা তো পুলিসের কাজ। জাইদুলকে কেন সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হল না তা নিয়েই ক্ষুব্ধ তাঁরা।