চোখের চিকিৎসা করাতে দুবাই গিয়েছিলেন অভিষেক। ‘দুবাইতে ভালো চিকিৎসা হয় না। তারপরেও আমরা একজনকে অনুমতি দিয়েছিলাম’। এক মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে না এনে এই মন্তব্য করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিবেক চৌধুরি।
বাংলায় বিচারাধীন মামলায় অভিযুক্ত মুম্বইয়ের এক ব্যবসায়ী চোখের চিকিৎসার জন্য দুবাইয়ে যেতে চেয়ে অনুমতি চান। কিন্তু পুলিশ তাঁর আবেদন খারিজ করে দেয়। এর পর ওই ব্যবসায়ী কলকাতা হাইকোর্টে মামলা করেন।
সোমবার কলকাতা হাইকোর্টে ওই মামলার শুনানির সময়ে রাজ্যের আইনজীবী তাঁর সওয়ালে বলেন, এসএসকেএম হাসপাতালেই ভাল চিকিৎসা সম্ভব। এ জন্য কারও বিদেশ যাওয়ার প্রয়োজন নেই। তা শুনে বিচারপতি বিবেক চৌধুরী তাঁর পর্যবেক্ষণে বলেন, চিকিৎসার জন্য মামলাকারীর যা পছন্দ তাকে গুরুত্ব দেওয়া উচিত। কিছুদিন আগে একজন আবেদন করেছিলেন যে তিনি দুবাইয়ে চোখের চিকিৎসা করাবেন। এমনিতে চোখের চিকিৎসার জন্য দুবাইয়ের কোনও খ্যাতি নেই। তাও আদালত সেই আবেদন বাতিল করেনি। বিচারপতির কথায়, ‘আমরা জানি যে দুবাইয়ে ভাল চোখের চিকিৎসা হয় না। তবু আমরা আপত্তি করিনি’।
অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশ সফরে যেতে চাইলে তাতে আপত্তি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী আদালতে সওয়ালে বলেছিলেন, উনি বিদেশে গেলে আর ফিরবেন না। সুপ্রিম কোর্ট সেই যুক্তি শোনেনি। অভিষেক চিকিৎসার পর কলকাতায় ফিরে এসেছেন। নাম না করে সেই ঘটনার প্রসঙ্গই টানলেন বিচারপতি।