কৃষি আইন বাতিল করেছে কেন্দ্র। পঞ্জাবে অমরিন্দর সিংকে জোট সঙ্গী হিসেবে পাওয়ার ক্ষেত্রে এটা সবথেকে বড় শর্ত ছিল। সেই শর্ত পূরণ করার পরই পঞ্জাব নির্বাচনের জন্য জোট তৈরির পরিকল্পনা শুরু করে দিয়েছে বিজেপি। এদিন হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এসে সেই পরিকল্পনার বিষয়ে বিশদে না বললেও অমিত শাহ জানান, ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা জারি রয়েছে বিজেপির। পাশাপাশি বিক্ষিপ্ত অকালি দলগুলির সঙ্গেও বিজেপি আলোচনা করছে বলে জানিয়েছে বিজেপি। এদিকে এনডিএ ভেঙে বেরিয়ে যাওয়া শিরমণি অকালি দলের সঙ্গেও কথা বার্তা চলেছে বলে জানান শাহ। এদিকে উত্তরপ্রদেশ নির্বাচনে দল বড় জয় পাবে বলে দাবি করেন অমিত শাহ।
অমিত শাহ বলেন, পাঞ্জাবের নির্বাচন মেধা ও বিকাশের ভিত্তিতে লড়া হবে। তিনি আরও দাবি করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় হৃদয়ের প্রমাণ দেন কৃষি আইন প্রত্যাহারের ক্ষেত্রে। উল্লেখ্য, এই তিন আইনের বিরুদ্ধে বিগত এক বছর ধরে পঞ্জাবের কৃষকরা প্রতিবাদ করছিলেন।ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে উত্তরপ্রদেশে যোগীর নেতৃত্বে বিজেপির জয়ের বিষয়ে আশাবাদী শাহ। তিনি বলেন, ‘রাজনীতি ফিজিক্স বা কেমিস্ট্রি নয়। এটা কখনও অনুমান করা যায় না যে দুটি দল জোট করলেই ভোটব্যাঙ্ক বাড়বে। উত্তরপ্রদেশে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে।’ উল্লেখ্য, এর আগে অখিলেশ যাদব দাবি করেছিলেন যে তাঁর দল সমাজবাদী পার্টি ৪০৩ আশন বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভায় ৪০০ আসনে জয় পাবে।