ধর্মান্তকরণে বাধা দেওয়ায় হিন্দু যুবককে খুনের হুমকি। অভিযোগ খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের বাগডোবা গ্রামের ঘটনা।
টাকার লোভ দেখিয়ে গ্রামের দরিদ্র হিন্দুদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করছিল খ্রিস্টান মিশনারিরা। বাধা দেন শ্যাম লোহার নামের এক হিন্দু যুবক। তারপরই তাঁকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
শ্যাম বলেন, গ্রামে একটি জরাজীর্ণ আটচালা রয়েছে। টাকার অভাবে সংস্কার হয়নি। খ্রিস্টান মিশনারিরা ওই আটচালা সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু বদলে খ্রিস্টানদের প্রার্থনা করতে দিতে হবে বলে জানায়। এর বিরোধিতা করেই খুনের হুমকি পান শ্যাম।
ধর্মান্তরণের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাকে মিথ্যা ধর্ষণ কেসে ফাঁসিয়ে জেল খাটানোর হুমকি দিয়েছে বলেও অভিযোগ শ্যামের। ঘটনায় আতঙ্কিত শ্যাম হিন্দু সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ করে। সংগঠনের সদস্যরা শ্যামের বাড়িতে গিয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দেন।