রাজ্যে চতুর্থ দফার ভোটের আগে আজ রাজ্যজুড়ে প্রচারে ঝড় তুলবে শসাক-বিরোধী সব পক্ষ। আজ দিনভর চারটি জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রোড শো, জনসভায় হাজির থাকবেন। বিজেপির হয়ে আজ রাজ্যে প্রচারে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গেরুয়া দলের হয়ে প্রচারে ঝড় তুলতে আজ ফের বঙ্গে যোগী আদিত্যনাথ। রোড শো, জনসভায় করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
ভোটের বাংলা সরগরম। রাজ্যে চতুর্থ দফা ভোটের প্রচার আজই শেষ হচ্ছে। আগামী শনিবার রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ। চতুর্থ দফায় পাঁচ জেলার ৪৪ আসনে ভোটগ্রহণ করা হবে। আজ পরপর চারটি জনসভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি, হাওড়া ও বেহালায় চারটি জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন হুগলির বলাগড়, শ্রীরামপুর, হাওড়ার ডোমজুড় ও বেহালা পশ্চিম কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আজ প্রচার সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সভা করবেন আলিপুরদুয়ারের কুমারগ্রাম ও কোচবিহারের তুফানগঞ্জে। কলকাতায় ফিরে বজবজের পূজালি থেকে বেহালা চৌরাস্তা পর্যন্ত রোড শো করবেন অভিষেক।
শাসকদল তৃণমূলের পাশাপাশি আজ রাজ্যে প্রচারে ঝড় তুলবে বিরোধী বিজেপিও। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসেন প্রচারে। আজ রাজ্যের তিনটি জায়গায় রোড শো করবেন নাড্ডা। আলিপুরদুয়ার, কোচবিহারের দিনহাটা এবং মেখলিগঞ্জের হলদিবাড়িতে রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরই পাশাপাশি এদিন হুগলির চাঁপদানি, চণ্ডীতলা ও হাওড়ার সাঁকরাইলে দলীয় প্রার্থীদের সমর্থনে আজ নির্বাচনী জনসভা করবেন যোগী আদিত্যনাথ।
বাংলার ভোট এবার আট দফায়। ইতিমধ্যেই রাজ্যে তিন দফার নির্বাচন শেষ হয়েছে। চতুর্থ দফায় আগামী শনিবার ভোট। ১০ এপ্রিল রাজ্যের ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট হবে আগামী ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল। সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল ও অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল। বাংলা-সহ পাঁচ রাজ্যেই ভোট গণনা ২ মে।