গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপরেই যেন উল্লাস প্রকাশ করলেন এসএসসি দুর্নীতি মামলাকে কেন্দ্র করে আন্দোলন করতে থাকা চাকরিপ্রার্থীরা। তাঁদের মনে দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে যেন এবার জল পড়ল, ঠিক এমনটাই প্রকাশিত হল চাকরিপ্রার্থীদের কথায়।
ধর্না মঞ্চে উপস্থিত এক চাকরিপ্রার্থী বললেন, “পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য অনেক ধাক্কা খেয়েছি। নাকতলা থানার পুলিশ আমাদের মেরেছে। অন্তত ২৪ ঘন্টা জেলে থাকা উচিত ওর”। আরেক চাকরি প্রার্থী তো প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস মহাসচিবের ‘দৃষ্টান্তমূলক’ শাস্তির দাবি করলেন। তিনি বললেন, “প্রাক্তন শিক্ষামন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই”।
“যোগ্যতা অনুযায়ী সকলকে চাকরির ব্যবস্থা করে দেওয়া”, এই দাবির উল্লেখ করে আন্দোলন চাকরিপ্রার্থীদের। এই প্রসঙ্গে আন্দোলনকারী এক চাকরিপ্রার্থী দাবি করেছেন, “পার্থ চট্টোপাধ্যায়ের এরকম আরো অনেক বান্ধবী রয়েছে, যাদের সুপারিশে বেআইনিভাবে বহুজনকে চাকরি দেওয়া হয়েছে”। আন্দলনকারী চাকরিপ্রার্থী অভিষেকের আবার নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবি তোলেন। তিনি বলেন, “কলকাতা হাইকোর্টের নির্দেশে যেভাবে তদন্ত হচ্ছে, সেটা হোক। তবে আমাদের নিয়োগ প্রক্রিয়া চালু করা প্রয়োজন। যেভাবে আমরা পরীক্ষায় পাশ করার পরেও চাকরি পাচ্ছি না, তাতে সমস্যার সৃষ্টি হয়েছে। তাই আমাদের চাকরি ফেরত দেওয়া উচিত”।
2022-07-24