কাশ্মীরের গুপকার অ্যালায়েন্স নিয়ে ফের তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি এবার গুপকার জোটে নিজেদের নাম লেখানোয় কংগ্রেসকেও তোপ দাগলেন অমিত শাহ। গুপকার জোটের নেতারা বিদেশি শক্তির সঙ্গে হাত মেলাতে চান, গুপকার গ্যাঙ আন্তর্জাতিক স্তরে চলে গিয়েছে! এমনই দাবি করে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক টুইট করেছেন। টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, গুপকার গ্যাঙ আন্তর্জাতিক স্তরে চলে গিয়েছে। গুপকর জোটের নেতারা চান যাতে বিদেশি শক্তি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক। তাঁরা চান জম্মু ও কাশ্মীরে অন্য দেশ আক্রমণ করুক। এই গুপকার গ্যাঙ দেশের জাতীয় পতাকাকেও অসম্মান করে। তাঁদের উচিত দেশের সামনে তাঁদের আসল উদ্দেশ্য তুলে ধরা।’
গুপকার জোটের সঙ্গে হাত মেলানোয় কংগ্রেসকে তোপ দেগে অমিত শাহ লেখেন, ‘কংগ্রেস এবং গুপকার জোট মিলে জম্মু ও কাশ্মীরকে আগের অরাজক পরিস্থিতিতে নিয়ে যেতে চায়। তারা সেখানকার দলিত, মহিলা এবং আদিবাসীদের থেকে সব অধিকার ছিনিয়ে নিতে চায়। আমরা ৩৭০ ধারা প্রত্যাহার করে যাদের সম্মান ফিরিয়ে দিয়েছি, তাদের সম্মান হানী ঘটাতে চায় কংগ্রেস। তাই মানুষ তাদের সর্বত্র নাকচ করে দিয়েছে।’
কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে অমিত শাহের প্রশ্ন, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী কী গুপকার জোটের বিচ্ছিন্নতাবাদী মতবাদকে সমর্থন করেন? অমিত শাহ এই প্রসঙ্গে আরও লেখেন, ‘জম্মু ও কাশ্মীর চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল। ভারতের মানুষ বিশ্ব মঞ্চে তৈরি হওয়া দেশ বিরোধী জোটকে সমর্থন করে না। গুপকার গ্যাঙকে দেশের ইচ্ছা অনুসারে চলতে হবে, নয়তো মানুষ তাদের ডুবিয়ে দেবে।’
2020-11-17