‘আমাদের আরও পাঁচটি বছর দিন, অসমকে বিদেশিমুক্ত করে দেব, সমাধান করে দেব বন্যার মতো জ্বলন্ত সমস্যা।’ রবিবার উজান অসমের মাৰ্ঘেরিটায় নির্বাচনি সমাবেশে প্রদত্ত ভাষণে এই প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আগামী ২৭ মার্চ অসমে প্ৰথম দফায় নিৰ্বাচন। হাতে সময় নেই। তাই প্ৰত্যেক রাজনৈতিক দল তাদের নির্বাচনি অভিযান তীব্ৰতর করে তুলেছে। এর মধ্যে বিজেপির আগ্ৰাসী প্ৰচারাভিযানে দিশাহারা কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট সহ অন্যরা। গতকাল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনটি প্রচার অভিযানে উদাত্ত ভাষণ দিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনতাকে তাঁতিয়ে গেছেন। আজ ফের এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁরা পৃথক পৃথক নিৰ্বাচনি সমাবেশে ভাষণ দিচ্ছেন। তীব্ৰ সমালোচনা করেছেন কংগ্ৰেসের।
মাৰ্ঘেরিটায় বিজেপি প্ৰাৰ্থী ভাস্কর শৰ্মার পক্ষে নিৰ্বাচনি প্ৰচার চালান কেন্দ্ৰীয় স্বরাষ্র্ংমন্ত্ৰী। ভাষণের শুরুতে সুধাকণ্ঠ ভূপেন হাজরিকাকে স্মরণ করে অসমের উন্নয়নে বিজেপির বিকল্প নেই বলে মন্তব্য করেন। এছাড়া অসম থেকে বিদেশি বহিষ্কারের পাশাপাশি বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য অসমবাসীর কাছে আরও পাঁচ বছর চেয়েছেন অমিত শাহ।
নির্বাচনি জনসভায় মন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা রাজ্যে বিজেপি সরকারের গত পাঁচ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি কংগ্ৰেস এবং এআইইউডিএফকে মোগলের সঙ্গে তুলনা করে বলেন, অসমবাসী মোগলদের আরও সরকার গঠন করতে দেবে না। বিজেপি সরকার আগামী পাঁচ বছরে দশ লক্ষ মানুষের জীবিকার পথ খুলে দেবে। প্ৰথম এক বছরে ১ লক্ষ চাকরি দেব। আধুনিক পদ্ধতিতে মাৰ্ঘেরিটায় ফের কয়লার খনন কার্য শুরু হবে। জাগুনে একটি ডিগ্ৰি কলেজ, ডিহিং পাটকাইয়ে ক্ৰীড়া প্ৰকল্প স্থাপন করা হবে।
এদিকে দলীয় প্রার্থীর হয়ে ভোট ভিক্ষা করে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল বলেন, ‘মাৰ্ঘেরিটায় ভাস্কর শৰ্মাকে দেড় লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত করতে হবে। দুৰ্নীতিমুক্ত অসম আমাদের সরকার গড়েছে। অসমে এখন কোনও দুৰ্নীতি নেই। জনতার টাকা আমরা আত্মসাৎ করিনি।’
2021-03-15