গেরুয়া শিবিরের নেতার উপর হামলা ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের, প্রতিবাদে বিজেপির সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ শাখা সোমবার দ্ব্যর্থহীন ভাষায় প্রতিহিংসার কথা বলতে গিয়ে জানায় যে গেরুয়া শিবিরের এক নেতার উপর হামলার প্রতিশোধ নিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের (টিএমসি) চার নেতাকে টার্গেট করবে।

কলকাতায় দলের রাজ্য সদর দফতরে সাংবাদিক সম্মেলনের সময় এই সতর্কতাটি দিয়েছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী

শনিবার বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতির গাড়িতে বোমা হামলার প্রসঙ্গে তিনি এই বিবৃতি দিয়েছেন। তিনি আরো জানিয়েছেন যে, কারও কোনও গুরুতর আঘাত না পেলেও বিস্ফোরণে গাড়ির জানালা ভেঙ্গে গেছে।

বিশ্বপ্রিয় রায় চৌধুরী আরো বললেন, “ পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপদে এবং আমাদেরকেই রাজ্যে শান্তি পুনরুদ্ধার করতে হবে। আমাদের কর্মী ও নেতাদের প্রতিদিন টার্গেট করা হচ্ছে। আমরা কেরালার একই অবস্থা দেখেছি। যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং বিজেপি কর্মীরা বারবার মার্কসবাদীদের আক্রমণে কেরালায় নিহত হচ্ছিল তখন তারা এর সমুচিত জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা নিহত প্রতিটি আরএসএস এবং বিজেপি কর্মীর জন্য চার জনকে লক্ষ্যবস্তু করেছিল। যদি গতকালের ঘটনার যথাযথ তদন্ত না করা হয় এবং দোষীদের গ্রেপ্তার না করা হয় তবে আমরা এখানে একই পথ অনুসরণ করব। ”

বিশ্বপ্রিয় রায় চৌধুরী বললেন “আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। তবে কেউ যদি মনে করে যে আমরা নিঃশব্দে আমাদের লোকদের আক্রমণ ও হত্যা করা দেখব, তারা ভুল। আমরা একটি রাজনৈতিক দলের কর্মী। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করি কিন্তু তা যদি কাজ না করে তবে আমরা অবিচারের প্রতিশোধ নিতে সংকোচ করি না। যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তবে আমরা আমাদের এক জনের হামলার জন্য চার জনকে টার্গেট করব এবং আমাকে উল্লেখ করতে দিন যে আমরা বেছে বেছে জেলা এবং রাজ্য নেতাদের লক্ষ্যবস্তু করব। টিএমসি যদি এটি সামলাতে পারে তবে তা করা যাক। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.