প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছিলেন করোনা ভাইরাসের সংক্রমণের সংকটময় পরিস্থিতি হয়ে উঠতে পারে আগামীর সুযোগ। সেই কথা কার্যত মিলিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সব ঠিকঠাক থাকলে চীন থেকে নিজেদের ব্যবসা ভারতে আসতে চলেছে জার্মানির বিখ্যাত এক জুতো নির্মাণকারী সংস্থা। জার্মানির বিখ্যাত জুতো নির্মাণকারী সংস্থা ‘ভন ওয়েলেক্স’ (Von Wellx) ভারতে আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। জানা গিয়েছে চীন থেকে তারা ব্যবসা নিয়ে আসতে চলেছে উত্তরপ্রদেশের আগ্রায় (Agra)। সেখানেই নতুন কারখানা গড়ে পৃথিবীর ৮০ টি দেশে জুতো সরবরাহ করবে তারা।
এক্ষেত্রে ব্যবসায় ভারতে সহযোগী কোম্পানি হিসেবে কাজ করবে ল্যাট্রিক্স প্রাইভেট লিমিটেড কোম্পানি। উত্তরপ্রদেশ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী উদায়ভান সিংহ বলেছেন, “জার্মানির এই বিখ্যাত সংস্থা বিনিয়োগের উদ্দেশ্যে উত্তরপ্রদেশে আশায় আমরা খুব খুশি হয়েছি। আমাদের চেষ্টা হবে ওই কোম্পানিকে যাবতীয় সুযোগ-সুবিধা দিয়ে আমাদের দেশে বেশি করে বিনিয়োগে আগ্রহী করে তোলা। ছাড়াও আগামী দিনে উত্তরপ্রদেশে যারা বিনিয়োগ করবেন তাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া।” ‘ভন ওয়েলেক্স’-এর সহযোগী হিসেবে যে ল্যাট্রিক্স প্রাইভেট লিমিটেড কোম্পানি হাত মিলিয়ে প্রকল্পটি গড়বে তাদের আশা, আগ্রা এই প্রকল্পটি তৈরি হয়ে গেলে প্রত্যক্ষ-পরোক্ষভাবে ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
জানা গিয়েছে, ‘ভন ওয়েলেক্স’ মূলত স্বাস্থ্য বিষয়ক জুতোর সরঞ্জাম তৈরি করে থাকে। ঘাড়ে ব্যথা, পায়ের কনুই কিংবা হাঁটুতে আঘাত পেলেও এই সংস্থার জুতো ব্যবহার করার পরামর্শ দেন বিশ্বের তাবড় চিকিৎসকরা। ইউরোপের প্রায় প্রতিটি দেশসহ আরব দুনিয়ার সমস্ত দেশে এই সংস্থার জুতোর বিপুল চাহিদা। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের জেরে চীন (China) থেকে নিজেদের ব্যবসা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘ভন ওয়েলেক্স’। আর তাতেই কপালে শিকে ছিঁড়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। সূত্রের খবর, চীন থেকে ব্যবসা গুটিয়ে ভারতে আসার বিষয়ে নিশ্চিত করেছে এক ঝাঁক বড় শিল্পপতি। ভারতীয় কাঁচামাল থেকে শুরু করে শ্রমিকের সহজলভ্যতার এত বিষয়গুলিকে প্রাধান্য দিচ্ছে তারা। এবং ভৌগোলিক গত দিক থেকে ভারতের সঙ্গে বিভিন্ন মহাদেশের যোগাযোগ ভালো রয়েছে। তাই করোনা ভাইরাসের সংক্রমনের জেরে সব পরিস্থিতিতে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে ভারতজুড়ে। এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ।