রুদ্রনীল থেকে পার্ণো, বিজেপি-র তালিকায় তারকার ছড়াছড়ি

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে আসা বিধানসভা কেন্দ্র ভবানীপুরে অভিনেতা রুদ্রনীল ঘোষকে দাঁড় করাল বিজেপি। কৃষ্ণনগর উত্তরে অভিনেত্রী কৌশানীকে দাঁড় করিয়েছে তৃণমূল। সেখানে বিজেপি-র তারকা প্রার্থী হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। ওই কেন্দ্রে  দু’জনের মধ্যে টক্কর হতে চলেছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে বিপুল ভোটে পরাজিত হয় তৃণমূল।
বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে যে প্রার্থীতালিকা প্রকাশিত হয়, তাতে বিভিন্ন ক্ষেত্রের বেশ কিছু নামী ব্যক্তিত্ব। অভিনেত্রী পার্ণো মিত্রকে প্রার্থী করা হয়েছে বরানগর কেন্দ্রে। প্রার্থী হয়েছেন প্রাক্তন নামী ফুটবলার কল্যাণ চৌবে। আসানসোল দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ফ্যাশন ডিজাইনার তথা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালকে। ওই কেন্দ্রে তাঁর বিপরীতে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। বোলপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অমিত শাহ ঘনিষ্ঠ ডঃ অনির্বান গাঙ্গুলিকে। 
দলের গুরুত্বপূর্ণদের মধ্যে জোড়াসাঁকো কেন্দ্রে প্রার্থী করা হয়েছে কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি কমিশনার মীরাদেবী পুরোহিতকে। হাবরায় দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে। বারাকপুরে চন্দ্রমণি শুক্লাকে প্রার্থী করা হয়েছে বারাকপুর কেন্দ্রে। তাঁর পুত্র বিজেপি কর্মী মণীশ শুক্লাকে গত ৪ অক্টোবর গুলি করে হত্যা করা হরেছিল । সেই বিতর্কিত জিতেন্দ্র তিওয়ারিকে শেষ পর্যন্ত দল প্রার্থী করল পান্ডবেশ্বর কেন্দ্র থেকেই। তৃণমূল-ত্যাগী সব্যসাচী দত্তকেও এ বার প্রার্থী করেছে বিজেপি। তাঁকে দেওয়া হয়েছে বিধাননগর কেন্দ্রটি। মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুকে দাঁড় করানো হয়েছে বীজপুর কেন্দ্রে।একনজরে দেখা নেওয়া যাক গেরুয়া শিবিরের হয়ে কে, কোথা থেকে লড়ছেন 

• শান্তিপুর থেকে লড়বেন জগন্নাথ সরকার। • কৃষ্ণগঞ্জ থেকে লড়বেন আশীষ কুমার বিশ্বাস।• রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী।• কল্যাণী থেকে লড়বেন অম্বিকা। • পানিহাটিতে সন্ময় বন্দ্যোপাধ্যায়।• বরাহনগর থেকে লড়বেন অভিনেত্রী পার্নো মিত্র।• বসিরহাট উত্তরে নারায়ণ মণ্ডল। • চাকুলিয়ায় সচিন প্রসাদ।• হেমতাবাদে চাঁদিমা রায়।• মন্তেশ্বরে সৈকত পাঁজা।• কালিয়াগঞ্জে সৌমেন রায়। • তেহট্টে আশুতোষ পাল।• নাকাশি পাড়া শান্তনু হেব।• কৃষ্ণনগর উত্তরে মুকুল রায়। সরাসরি: কৃষ্ণনগর উত্তরে বিজেপি-র প্রার্থী মুকুল রায়,  বরাহনগরে পার্নো• বিধাননগরে সব্যসাচী দত্ত।• রাজারহাট-গোপালপুরে শমীক ভট্টাচার্য।• আসানসোলে অগ্নিমিত্রা পাল।• আসানসোল উত্তরে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়• বীজপুরে প্রার্থী শুভ্রাংশু রায়।• চৌরঙ্গিতে শিখা মিত্র।• ডোমকলে রুবিয়া খাতুন।• শিলিগুড়ি শঙ্কর ঘোষ।• বীজপুরে শুভ্রাংশু রায়।• সাগরদিখি মাফুজা খাতুন।• ভবানীপুরে রুদ্রনীল ঘোষ।• কামারহাটিতে রাজু বন্দ্যোপাধ্যায়।• ভাটপাড়ায় পবন সিংহ।• কালনায় বিশ্বজিৎ কুণ্ডু।• ইংরেজবাজারে শ্রীরূপা মিত্র চৌধুরী।• জোড়াসাঁকোয় মীনাদেবী পুরোহিত।• মানিকতলায় কল্যাণ চৌবে।• দুর্গাপুর পূর্বে দীপাংশু চৌধুরী।• ধূপগুড়িতে বিষ্ণুপদ রায়।• ময়নাগুড়িতে কৌশিক রায়।• জলপাইগুড়িতে সুজিত সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.