গুজরাট বরাবরই সরল ও সক্ষম মানুষের ভূমি। গান্ধীজি থেকে সর্দার প্যাটেল, বহু গুজরাটি দেশকে পথ দেখিয়েছেন। শনিবার গুজরাটের তিনটি প্রকল্পের উদ্বোধন করার পর এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাটের তিনটি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে গুজরাটের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি এবং রিসার্চ সেন্টারের পিডিয়াট্রিক হার্ট হাসপাতাল, গুজরাটের গিরনারে রোপওয়ে এবং গুজরাটের কৃষকদের জন্য ‘কিষান সূর্যোদয় যোজনা’। এদিন প্রধানমন্ত্রী বলেন, গুজরাট বরাবরই সরল ও সক্ষম মানুষের ভূমি। গান্ধীজি থেকে সর্দার প্যাটেল, বহু গুজরাটি দেশকে পথ দেখিয়েছেন। কিষান সূর্যোদয় যোজনার মাধ্যমে গুজরাট আবারও দেশকে নেতৃত্ব দিয়েছে।
প্রধানমন্ত্রী এদিন বলেন, বিদ্যুতের পাশাপাশি সেচ ও পানীয় জলের ক্ষেত্রেও দুর্দান্ত কাজ করেছে গুজরাট। বিগত দুই দশকের প্রচেষ্টার ফলে, এখন গুজরাটের এমন গ্রামে জল পৌঁছেছে, যেখানে আগে কেউ কল্পনাও করতে পারেনি। প্রধানমন্ত্রী আরও বলেন, গুজরাটের ২১ লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিত্সা পেয়েছেন। সস্তার ওষুধ সরবরাহকারী ৫০০টিরও বেশি মেডিক্যাল ডিসপেনসি খোলা হয়েছে গুজরাটে।