পশ্চিমবঙ্গে শুরু প্রথম দফার ভোটগ্রহণ, ভাগ্যপরীক্ষা ৩০টি আসনের প্রার্থীদের

পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। শনিবার সকাল সাতটা থেকে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায়, এই পাঁচটি জেলা হল-পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া। ঝাড়গ্রাম ছাড়া সব জেলাতেই আংশিক ভোটগ্রহণ প্রথম দফায়। এই পাঁচ জেলার মোট ৩০টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরাতে ভোট শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর কেন্দ্রেও নির্বাচন শুরু হয়েছে এই দফায়। ঝাড়গ্রামের বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম কেন্দ্রেও ভোট শুরু হয়েছে শনিবার। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি, বলরামপুর, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা ও রঘুনাথপুর কেন্দ্র এবং বাঁকুড়ার রাইপুর, রানিবাঁধ, ছাতনা ও শালতোড়া কেন্দ্রেও ভোটগ্রহণ চলছে প্রথম দফাতেই। সকাল থেকেই পাঁচটি জেলার বিভিন্ন পোলিং বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। ‘বিপুল সংখ্যায়’ ভোট দেওয়ার জন্য জনগণের কাছে অনুরোধও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আপাতদৃষ্টিতে ভোট ত্রিমুখী হলেও, এই ভোটে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তৃণমূল ও বিজেপির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে বাম-কংগ্রেস-সিদ্দিক জোট। প্রথম দফার ভোটে মোট ১০ হাজার ২৮৮ টি বুথে ভোটগ্রহণ চলছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের মাওবাদী প্রভাবিত এলাকা বলে চিহ্নিত অঞ্চলগুলিতেও এই দফাতেই নির্বাচন হচ্ছে। সেই কারণে আলাদা করে নিরাপত্তার দিকে নজর দিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচনে রাজ্যে বুথে বুথে মোতায়েন করা হয়েছে ৬৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এই দফার ভোটে মোট ১২ হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার যে আসনগুলিতে ভোটগ্রহণ চলছে, তার মধ্যে বেশ কয়েকটি আসনে যেমন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, তেমনই বেশ কয়েকজন তারকা প্রার্থীরও অগ্নিপরীক্ষা হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। করোনা পরিস্থিতির কারণেই এ বার ভোটগ্রহণের সময় আধ ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.