প্রকৃত রহস্য এখনও অজানা, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) আত্মহননের নেপথ্যে আসল কারণ কী তা জানার চেষ্টা করছে পুলিশ। এমতাবস্থায় সুশান্ত রহস্য-মৃত্যুতে এফআইআর দায়ের করার আবেদন জানালেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। দিল্লি বিজেপির সাংসদ এই আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উদ্দেশে টুইট করে অভিনেতা তথা রাজনীতিক মনোজ তিওয়ারি লেখেন, হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করছি সুশান্তকে ন্যায়বিচার প্রদান করুন, যিনি ৪৩ দিন আগে মারা গিয়েছেন। এখনও পর্যন্ত এফআইআর দায়ের হয়নি। আমার বিশ্বাস আপনি সাহায্য করবেন। সুশান্ত সিং রাজপুতের অগণিত ভক্তদের ন্যায়বিচার দিন।
প্রসঙ্গত, গত ১৪ জুন আত্মহননে নিজেকে শেষ করে দেন সুশান্ত। মুম্বই পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, আত্মহত্যাতেই মৃত্যু হয়েছে সুশান্তের। গলায় ফাঁস লাগানোয় শ্বাসরোধ হয় অভিনেতার। সুশান্তের অনুরাগীদের একটা অংশ এখনও এটাকে খুন বলে মনে করছেন। বড় অংশ মনে করছেন, তাঁর আত্মহত্যার পিছনে যে অবসাদ, তার জন্য দায়ী বলিউডের প্রভাবশালীরাই। সিবিআই তদন্তের দাবিও উঠেছে।