প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা যশবন্ত সিং (Yashwant Singh)। বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লেখেন, “যশবন্ত সিংজি দেশের অনেক সেবা করেছেন। প্রথমে একজন জওয়ান হিসেবে ও তারপরে রাজনীতিবিদ হিসেবে নিজের কাজ করেছেন তিনি। অটলজির সরকারের সময় অর্থ, প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে যশবন্ত সিংজির। তাঁর মৃত্যুতে শোকাহত।” প্রধানমন্ত্রী আরও বলেন, “যশবন্ত সিংজিকে সব সময় মনে রাখা হবে রাজনীতি ও সমাজ নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির জন্য। বিজেপিকে শক্তিশালী করতেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তিনি। তাঁর সঙ্গে আলোচনা আমার সবসময় মনে থাকবে। ওনার পরিবার ও সমর্থকদের সমবেদনা। ওম শান্তি।”
অটল বিহারী বাজপেয়ী সরকারে প্রতিরক্ষা, অর্থ ও বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। ভারতীয় রাজনীতিতে দীর্ঘ সময় ধরে সাংসদের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ১৯৯৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত বিদেশ মন্ত্রক, ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রতিরক্ষা ও ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত অর্থ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন যশবন্ত সিং। ২০০৯ সালে পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে সাংসদ হন তিনি। কিন্তু, ২০১৪ সালে নিজের রাজ্য রাজস্থানের বাড়মেঢ় থেকে টিকিট চান। সেবার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার আপত্তিতে আর বিজেপি থেকে টিকিট পাওয়া হয়নি। বাধ্য হয়ে ওই কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পরাজিত হন। ২০০৯ সালে ‘জিন্নাহ : ইনডিয়া – পার্টিশন – ইনডেপনডেনট’ বই লিখে দলের রোষানলে পড়েন। সাসপেন্ড হন তিনি। পরে অবশ্য সাসপেনশন তুলে নেওয়া হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।