এলন মাস্ক টুইটার অধিগ্রহণের পরেই আগাগোড়া পাল্টে গেল টুইটারের। এলন মাস্ক টুইটার দফতরে পা দেওয়ার পরেই প্রথমেই নিশানা করলেন সিইও পরাগ আগরওয়াল এবং লিগ্যাল একজিকিউটিভ বিজয়া গাড্ডাকে। এই দুইজনকে পদ থেকে সরিয়ে দেওয়ার পরেই দাবি উঠতে শুরু করে যে, তিনি “বেছে-বেছে ভারতীয়দের ছাঁটাই করছেন”। এইসবেরই মাঝে প্রকাশ্যে এলো নয়া খবর।
জানা গেছে, “এলন মাস্ক বেছে-বেছে ভারতীয়দের ছাঁটাই করছেন”, এই দাবি নাকি গুজব ছাড়া আর কিছুই না। কারণ, দুই ভারতীয়কে সরিয়ে দেওয়ার পরে তিনি শরণাপন্ন হয়েছেন ‘শ্রীরামে’ র কাছে। শ্রীরাম স্বয়ং টুইট করে এলন মাস্কের সংস্থার সঙ্গে কাজ শুরু করার খবরটি জানিয়েছেন। এই পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে, তাহলে শ্রীরাম কি এবার এলনের নয়া দলে যোগ দিতে চলেছেন।
শ্রীরামের পুরো নাম ‘শ্রীরাম কৃষ্ণন’, তিনি জন্মগ্রহণ করেন ভারতের চেন্নাইয়ের এক নিম্নবিত্ত পরিবারে। তিনি মূলত ১৬জেড ক্রিপ্টোর জেনারেল পার্টনার। প্রসঙ্গত, শ্রীরাম কৃষ্ণনের যোগ্যতা তাক লাগিয়ে দেওয়ার মতো। মাত্র ২১ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলে মাইক্রোসফ্টের তরফে কাজে নিযুক্ত হন। মাইক্রোসফ্টের উইন্ডোস আজুরির-এর একাধিক প্রকল্পের সঙ্গে যুক্ত থেকে এই বিষয়েই তিনি ‘প্রোগ্রামিং উইন্ডোস আজুরি’ নামক একটি বইও লেখেন। তারপরে তিনি মেটা, টুইটার ও মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞাপন বিভাগেও কাজ করেন। এছাড়াও, পূর্বে টুইটারের মূল কনজিউমার টিমের প্রধান হিসাবে কাজের অভিজ্ঞতা থাকার কারণে টুইটারে তিনি যোগ দিলে টুইটারের লাভই হবে বলে মনে করা হয়েছে।