প্রতীক্ষা শেষ। ২৮ অক্টোবর, বুধবার থেকে শুরু হচ্ছে ২৪৩ আসনের বিহার বিধানসভার ভোটগ্রহণ। প্রথম দফায় বুধবার বিহারের ১৬টি জেলার ৭১টি আসনে প্রার্থীদের ভাগ্য ইভিএমবন্দি হবে। কোভিড-১৯ পরিস্থিতিতে করোনাবিধি মেনে সুষ্ঠু ভাবে ভোট করানোই নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোভিড-সংক্রমণের মধ্যে ভোটগ্রহণ ঘিরে একাধিক বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। বুথের সংখ্যা যেমন বাড়ানো হয়েছে, তেমনই মেয়াদ বেড়েছে ভোটগ্রহণের সময়সীমারও। সকাল ৭টা থেকে শুরু হবে ভোট। মাওবাদী প্রভাবিত এলাকা ছাড়া ভোটগ্রহণ নেওয়া হবে বিকেল ৫টার পরিবর্তে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ ছাড়া প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়াও হবে এই প্রথম।
বিহারে ভোটের লড়াই মূলত দ্বিমুখী। এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নীতীশ কুমার। বিজেপি-জেডিইউ ছাড়াও এই জোটে শামিল বিকাশশীল ইনসান পার্টি এবং হিন্দুস্তান আওয়াম মোর্চা। প্রতিপক্ষে রয়েছে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), কংগ্রেস এবং বাম দলগুলির ‘মহাগঠবন্ধন’। তেজস্বী যাদব এই মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। এনডিএ জোটে থাকলেও সদ্য প্রয়াত রামবিলাস পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টি (এলজেপি) একা লড়ছে ভোটে।
প্রথম দফার ভোট মিটলে, বিহারে দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটগ্রহণ হবে-যথাক্রমে ৩ এবং ৭ নভেম্বর। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১০ নভেম্বর। দ্বিতীয় দফায়-৩ নভেম্বর ১৭টি জেলার ৯৪টি বিধানসভা আসনে হবে ভোটগ্রহণ। তৃতীয় দফায়-৭ নভেম্বর ১৫টি জেলার ৭৮টি বিধানসভা আসনে হবে ভোটগ্রহণ।