Election Result 2022: মহিলারা বেশি ভোট দিলেই ‘বাম্পার’ জয় BJP-র – ৪ রাজ্য দখলের পর কী কী বললেন মোদী?

1/8মোদী: আমাদের সৌভাগ্য যে বিজেপিকে এত ভালোবাসা এবং স্নেহ দিয়েছেন মা, বোন, মেয়েরা। যেখানেই পুরুষদের থেকে মহিলারা বেশি ভোট দিয়েছেন, সেখানে ‘বাম্পার জয়’ পেয়েছে বিজেপি। একদিক থেকে আমাদের মা-বোনেরা বিজেপির জয়ের সারথি হয়েছেন। (ছবি সৌজন্যে পিটিআই)

মোদী: ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়ের পর বিজ্ঞরা বলেছিলেন যে এটা তো আগে থেকেই নির্ধারিত ছিল। ২০১৭ সালেই লোকসভা ভোটের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। কারণ ২০১৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে বিজেপি বিপুল জয় ছিনিয়ে নিয়েছিল। আমার আশা, এই জ্ঞানীরা এবারও এটা বলার সাহস পাবেন যে ২০২২ সালের ভোটের ফলাফল থেকেই ২০২৪ সালের নির্বাচনের ফল চূড়ান্ত হয়ে গিয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই)
2/8মোদী: ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়ের পর বিজ্ঞরা বলেছিলেন যে এটা তো আগে থেকেই নির্ধারিত ছিল। ২০১৭ সালেই লোকসভা ভোটের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। কারণ ২০১৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে বিজেপি বিপুল জয় ছিনিয়ে নিয়েছিল। আমার আশা, এই জ্ঞানীরা এবারও এটা বলার সাহস পাবেন যে ২০২২ সালের ভোটের ফলাফল থেকেই ২০২৪ সালের নির্বাচনের ফল চূড়ান্ত হয়ে গিয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই)
মোদী: বিজ্ঞদের বলতে চাই যে পুরনো ধ্যানধারণা ছেড়ে নয়া ভাবনাচিন্তা শুরু করুন। আমার নিজের কষ্ট হত যে এই জ্ঞানী লোকেরা উত্তরপ্রদেশের মানুষকে শুধুমাত্র জাতপাতের ভিত্তিতে দেখতেন। সেটা করে উত্তরপ্রদেশকে অপমান করেছেন। অনেকেই উত্তরপ্রদেশের বদমান করতেন যে জাতপাতের ভিত্তিতে ভোট দেন। কিন্তু ২০১৪ সাল থেকে উত্তরপ্রদেশের মানুষ দেখিয়ে দিয়েছেন যে উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছেন তাঁরা। (ছবি সৌজন্যে পিটিআই)
3/8মোদী: বিজ্ঞদের বলতে চাই যে পুরনো ধ্যানধারণা ছেড়ে নয়া ভাবনাচিন্তা শুরু করুন। আমার নিজের কষ্ট হত যে এই জ্ঞানী লোকেরা উত্তরপ্রদেশের মানুষকে শুধুমাত্র জাতপাতের ভিত্তিতে দেখতেন। সেটা করে উত্তরপ্রদেশকে অপমান করেছেন। অনেকেই উত্তরপ্রদেশের বদমান করতেন যে জাতপাতের ভিত্তিতে ভোট দেন। কিন্তু ২০১৪ সাল থেকে উত্তরপ্রদেশের মানুষ দেখিয়ে দিয়েছেন যে উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছেন তাঁরা। (ছবি সৌজন্যে পিটিআই)
মোদী: উত্তরপ্রদেশের মানুষের ভালোবাসায় আমিও উত্তরপ্রদেশের লোক হয়ে গিয়েছি। (ছবি সৌজন্যে পিটিআই)
4/8মোদী: উত্তরপ্রদেশের মানুষের ভালোবাসায় আমিও উত্তরপ্রদেশের লোক হয়ে গিয়েছি। (ছবি সৌজন্যে পিটিআই)
মোদী: আমি কোনও পরিবারের বিরুদ্ধে নই। ব্যক্তিগতভাবে কারও সঙ্গে শত্রুতা নেই। আমি সবাইকে বলেছি যে কীভাবে পরিবারতন্ত্র রাজ্যগুলিকে পিছিয়ে নিয়ে গিয়েছে। আর আমি খুশি যে লোকে সেটা বুঝে ভোট দিয়ে গণতন্ত্রের স্তম্ভকে শক্তিশালী করেছে। আমি নিশ্চিত যে ভারতবাসী পরিবারতন্ত্রের অবসান ঘটাবেন। (ছবি সৌজন্যে পিটিআই)
5/8মোদী: আমি কোনও পরিবারের বিরুদ্ধে নই। ব্যক্তিগতভাবে কারও সঙ্গে শত্রুতা নেই। আমি সবাইকে বলেছি যে কীভাবে পরিবারতন্ত্র রাজ্যগুলিকে পিছিয়ে নিয়ে গিয়েছে। আর আমি খুশি যে লোকে সেটা বুঝে ভোট দিয়ে গণতন্ত্রের স্তম্ভকে শক্তিশালী করেছে। আমি নিশ্চিত যে ভারতবাসী পরিবারতন্ত্রের অবসান ঘটাবেন। (ছবি সৌজন্যে পিটিআই)
মোদী: বিজেপি কর্মীরা আমায় প্রতিজ্ঞা করে বলেছিলেন যে এবার ১০ মার্চ থেকেই হোলি শুরু হবে। তাঁরা সেই কথা রেখেছেন। (ছবি সৌজন্যে পিটিআই)
6/8মোদী: বিজেপি কর্মীরা আমায় প্রতিজ্ঞা করে বলেছিলেন যে এবার ১০ মার্চ থেকেই হোলি শুরু হবে। তাঁরা সেই কথা রেখেছেন। (ছবি সৌজন্যে পিটিআই)
মোদী: দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নেওয়া হলেই ধর্ম, আঞ্চলিকতার বিষয় জুড়ে দেওয়া হয়। স্বাধীন  সংস্থাকে বদনাম করা হয়। (ছবি সৌজন্যে, ফেসবুক @narendramodi)
7/8মোদী: দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নেওয়া হলেই ধর্ম, আঞ্চলিকতার বিষয় জুড়ে দেওয়া হয়। স্বাধীন  সংস্থাকে বদনাম করা হয়। (ছবি সৌজন্যে, ফেসবুক @narendramodi)
https://0fb2410ee4acd450ace3a69c0dcc29e1.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
মোদী: এখন যে যুদ্ধ চলছে, তার প্রভাব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিশ্বের সব দেশের উপর পড়ছে। ভারত শান্তির পক্ষে আছে। আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা সমাধানের পক্ষে আছে ভারত। কিন্তু যে দেশগুলি সরাসরি যুদ্ধ করছে, সেই দেশগুলির সঙ্গে আর্থিক, সুরক্ষা, শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভারতের যোগসূত্র আছে। (ছবি সৌজন্যে, ফেসবুক @narendramodi)
8/8মোদী: এখন যে যুদ্ধ চলছে, তার প্রভাব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিশ্বের সব দেশের উপর পড়ছে। ভারত শান্তির পক্ষে আছে। আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা সমাধানের পক্ষে আছে ভারত। কিন্তু যে দেশগুলি সরাসরি যুদ্ধ করছে, সেই দেশগুলির সঙ্গে আর্থিক, সুরক্ষা, শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভারতের যোগসূত্র আছে। (ছবি সৌজন্যে, ফেসবুক @narendramodi)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.