Duare Sarkar: সাধারণ মানুষের হয়রানি! দুয়ারে সরকারের ক্যাম্পে ভাঙচুর চালালেন তৃণমূল নেতাই….

 বিভিন্ন সরকারি প্রকল্পের পর্যাপ্ত ফর্ম নেই কেন? দুয়ারে সরকারের ক্য়াম্পে ভাঙচুর চালালেন খোদ তৃণমূলের অঞ্চল সভাপতি! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের ইসলামপুরে।

পয়লা এপ্রিল থেকে রাজ্যে ফের চালু হয়েছে ‘দুয়ারে সরকার’। চলবে ১০ এপ্রিল পর্যন্ত। দুয়ারে সরকারের ক্য়াম্পে এবার ৩২ প্রকল্পের সুবিধা মিলবে। নির্দেশিকা জারি করেছে নবান্ন।

উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের আগডিমঠি খন্তি অঞ্চলের দুয়ার সরকারের ক্যাম্পে বসেছে দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ে। এদিন সকালে বিভিন্ন সেই ক্যাম্পে হাজির হন বহু মানুষ। তাহলে? অভিযোগ, যখন দুয়ারে সরকারে ক্যাম্প চালু হয়, তখন দেখা যায়, বিভিন্ন সরকারি প্রকল্পের পর্যাপ্ত ফর্ম নেই! ফলে চরম হয়রানির শিকার হন স্থানীয় বাসিন্দারা। 

এদিকে দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ে পাশেই বাড়ি তৃণমূলের অঞ্চল সভাপতি আকবর আলির। সাধারণ মানুষকে সাহায্য করার জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছিলেন তিনি। শেষপর্যন্ত ধৈয্য়ের বাঁধ ভাঙে তার। ক্যাম্পে ভাঙচুর করতে শুরু করেন শাসকদলের নেতা! ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.