আগামী মাস থেকেই শুরু হতে চলেছে দুয়ারে সরকার শিবির। কিন্তু, শোনা যাচ্ছে এই প্রকল্পে ১০০ দিনের কাজের প্রকল্পের ব্যবস্থা থাকছে না। যেখানে কিনা বহু গ্রামবাসী ১০০ দিনের প্রকল্পে অংশগ্রহণ করার জন্য দুয়ারে সরকার শিবির থেকে ফর্ম তুলবেন ভেবেছিলেন, তাঁদের সমস্ত পরিকল্পনাই ভেস্তে গেল।
সূত্রের খবর অনুযায়ী, চলতি অর্থবর্ষের দ্বিতীয় দুয়ারে সরকারের শিবির আগামী ১লা নভেম্বর থেকে শুরু হতে চলেছে। এদিকে, যারা ১০০ দিনের প্রকল্পের কাজের অংশ হবেন ভেবেছিলেন, তাঁরাই এবার হতাশ হয়ে পড়ছেন সাম্প্রতিক খবর শুনে। ১০০ দিন প্রকল্প সংক্রান্ত ফর্ম পূরণ বা ফর্ম জমা দেওয়া, এইসবকিছুই করা যাবে না বলে জানা গেছে।
এর কারণরূপে জানা গেছে, কেন্দ্রীয় সরকার বাংলার জন্য শ্রমদিবস বরাদ্দ না করার কারণে বাংলার গ্রামের মানুষজনকে ১০০ দিনের কাজের প্রকল্পের আওতায় আনা যাচ্ছে না। রাজ্যের তরফে এও অভিযোগ করা হয়েছে যে, রাজ্য পঞ্চায়েত দফতর সমস্ত তথ্য দেওয়ার পরেও নয়াদিল্লি বাংলার মানুষকে বঞ্চিত রেখেছে।