মারণ করোনাভাইরাসের জন্য খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না। দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভিডিও কনফারেন্সিং মারফত কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই কোভিড ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানীরা সবুজ সঙ্কেত দেওয়া মাত্রই, ভারতে ভ্যাকসিন তৈরি শুরু হবে যাবে।’ সর্বপ্রথম কাঁদের ভ্যাকসিন দেওয়া হবে, এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন কর্মী, গুরুতর রোগী এমন প্রবীণ ব্যক্তিদের সর্বাগ্রে টিকা দেওয়া হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন বিতরণের বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের টিম একসঙ্গে কাজ করছে। টিকা প্রদানের ক্ষেত্রে আমাদের খুব বড় এবং অভিজ্ঞ নেটওয়ার্ক রয়েছে। আমরা পুরোপুরি তা কাজে লাগাব। ভ্যাকসিনের দাম নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করছে সরকার এবং জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলগুলির কাছ থেকে লিখিতভাবে তাঁদের মতামত চেয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, ‘লিখিতভাবে আপনাদের পরামর্শ পাঠান, আমরা গুরুত্ব দিয়ে তা বিবেচনা করব।
বিজ্ঞানীদের ভূয়সী প্রসংশা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাদের বিজ্ঞানীরা তাঁদের কোভিড ভ্যাকসিন তৈরির প্রয়াসে সফল হওয়ার ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী। সুলভ ও নিরাপদ ভ্যাকসিনের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। সেই জন্যই ভারতের দিকে তাঁকিয়ে রয়েছে গোটা বিশ্ব। প্রধানমন্ত্রী জানান, ভারতে প্রায় আটটি ভ্যাকসিন ট্রায়াল পর্যায়ে রয়েছে। ভারতের তিনটি ভ্যাকসিন বিভিন্ন পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভ্যাকসিন খুব বেশি আর দূরে নেই।
2020-12-04