গত ১২ ফেব্রুয়ারি আচমকাই তৃণমূলের সাংসদ হিসেবে রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী। তারপর থেকেই জাতীয় রাজনীতিতে গুঞ্জন চলছিল বিজেপিতে যোগ দিতে পারেন দীনেশ ত্রিবেদী। সেই জল্পনাই এবার সত্যি হল, শনিবার আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন দীনেশ ত্রিবেদী।
দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগ দেওয়ার পর জে পি নাড্ডা জানিয়েছেন, “দীনেশ ত্রিবেদীজি বিজেপিতে যোগ দেওয়ায় ভীষণ খুশি হয়েছি। তাঁকে অনেক অনেক অভিনন্দন।…তৃণমূল কংগ্রেসের মধ্যে দুর্নীতি, গণতন্ত্রের হত্যা, প্রতিষ্ঠানের কণ্ঠরোধ সমস্ত কিছু বিরাজমান। এ জন্যই সংবেদনশীল ব্যক্তিত্ব দীনেশ ত্রিবেদী জি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।” উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি নাটকীয় ভাবে তৃণমূল ছাড়েন দীনেশ ত্রিবেদী, পাশাপাশি রাজ্যসভার সাংসদ পদও ছাড়েন তিনি। রাজ্যসভাতেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন দীনেশ নিজেই।
2021-03-06