‘উনি বেরিয়ে গিয়ে আমাদের দলের রাহুমুক্তি হয়েছে।’ বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি স্পষ্ট বলেন, মুকুল রায় তৃণমূলে ফেরায় বিজেপির রাহুমুক্তি হয়েছে। সোমবার বীরভূমে একটি দলীয় বৈঠকের পর এই মন্তব্য করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এছাড়াও তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গকে বিভাজনের দাবিকে সমর্থন করে না বিজেপি।’ এদিন সিউড়িতে দলীয় কার্যালয়ে মুকুল রায়ের (Mukul Roy) দলত্যাগ নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন,
জন বারলা ও সৌমিত্র খাঁ-র আলাদা রাজ্যের দাবি নিয়ে তিনি বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গকে একটা রাজ্য হিসাবেই দেখি। রাজ্য ভাগ বিজেপি (Bengal BJP) সমর্থন করে না। গোটা পশ্চিমবঙ্গের একসঙ্গে উন্নয়ন ও অগ্রগতি চায় বিজেপি। কিন্তু রাজ্যে অরাজকতা চলছে। তাই বিভিন্ন প্রান্তে এরকম দাবি উঠছে।’
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আলাদা রাজ্যের দাবি উঠেছে। আলাদা উত্তরবঙ্গ রাজ্যের দাবি করেছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা। সোমবার পৃথক রাঢ়বঙ্গ রাজ্যের দাবি করেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তবে দলীয় সাংসদদের মন্তব্যের সঙ্গে রাজনৈতিক দূরত্ব বজায় রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ বিষয়টি পুরোপুরি তাঁদের ব্যক্তিগত মতামত বলেই এদিন উড়িয়ে দেন দিলীপ।