রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে আফ্রিকা সফরে যেতে চলেছেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। ২ মার্চ এই সফর শুরু হবে। এর আগেও একবার রাষ্ট্রপতির সঙ্গে বিদেশ সফরে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে দিলীপ ঘোষের। আগামীকাল থেকে শুরু হতে চলা এই আফ্রিকা সফর ১১ দিনের বলে জানা গিয়েছে।
এর আগে ২০১৯ সালের অগস্টে আফ্রিকার তিন দেশে রাষ্ট্রপতির সঙ্গে গিয়েছিলেন দিলীপ ঘোষ। বেনিন, গাম্বিয়া ও গিনিয়াতে রাষ্ট্রপতির সফরসঙ্গী হয়েছিলেন দিলীপ ঘোষ। এর আগে সাংসদ হওয়ার পর আমেরিকা সফরেও গিয়েছিলেন দিলীপ ঘোষ।ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে সাম্প্রতিককালে রাজ্য বিজেপির সমীকরণ বদলে ‘স্পটলাইট’ থেকে কিছুটা সরে গিয়েছেন দিলীপবাবু। রাজ্যে তাঁর নেতৃত্বেই লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছিল বিজেপি। আবার তাঁর নেতৃত্বেই ২০০-র স্বপ্ন দেখে ৭৭-এ আটকে যেতে হয়েছিল বিধানসভা নির্বাচনে। তারপরই তাঁকে সরিয়ে রাজ্য বিজেপির সভাপতি পদে বসানো হয়েছিল বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। তবে এরপরে দলের সংগঠন নিয়ে অসন্তোষ দেখা দিলে সংঘ সভাপতি মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ। নিজের এলাকার বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর বনিবনা হচ্ছে না বলে কানাঘুষো। এককালে সংঘ প্রচারক থেকে বিজেপির রাজ্য সভাপতি হওয়া দিলীপ ঘোষ আজকে দলের সর্বভারতীয় সহসভাপতি। যদিও বিজেপিতে এই পদ কেবলই ‘আলঙ্কারিক’ বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। এখন জল্পনা, রাষ্ট্রপতির সঙ্গে দিলীপকে সফরসঙ্গী করে দল তাঁর গুরুত্ব বাড়াতে চাইছে নাকি কিছুদিনের জন্য রাজ্য রাজনীতি থেকে তাঁকে দূরে পাঠাতে চাইছে…