পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগের পরেও ভোটের ফল নিয়ে নৈরাশ্যে ভুগছে না বিজেপি। সোমবার প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
আপনারা কি এর পরেও আশাবাদী? কোনও জেলা পরিষদ পাবেন? সোমবার তাঁকে প্রাতঃভ্রমণের সময় এই প্রশ্ন করলে জবাবে বলেন, “হ্যা। আশাবাদী। আমাদের কোর এলাকায় আমরা ভোট করিয়েছি। যেখানে গোলমাল ছিল, সেখানে আমরা আগে থেকেই প্রার্থী দিতেই পারিনি। এমনও হয়েছে, প্রার্থী হতে কেউ রাজি হয়েছে, কিন্তু নামের প্রস্তাবক পাইনি।
ভয়ের পরিবেশ ছিলই। আরও এরকম ২০ শতাংশ মতো জায়গা আছে, যেখানে আমরা প্রার্থী দিয়েছিলাম। কিন্তু ভোট করানো যায়নি। ভোটদাতারা বেরোয়নি। এজেন্ট বসতে পারেননি। দখল হয়ে গেছিল। হ্যাঁ। জেলা পরিষদ পাবো। অবশ্যই পাবো। উত্তর দক্ষিণ মিলিয়ে পাবো। কটা বলা মুশকিল। তবে পাবো অবশ্যই।“