করোনা পরিস্থিতিতে আর ঘরে বসে নয়, শাসক দলকে প্রতিরোধ করতে এবার মাঠে নামছে বঙ্গ-বিজেপি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর রাজ্য গণতন্ত্র বাঁচাও দিবসের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
জানা গিয়েছে, ওই দিন রাজ্য জুড়ে প্রায় ৮১টা বিডিও অফিসের সামনে ধর্নায় বসবে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আমফানে ত্রাণ-দুর্নীতি সহ কোভিড পরিস্থিতি, সব ইস্যুতে সরব হবে তারা। বিজেপি সূত্রে খবর, প্রত্যেকটি বিডিও অফিসে ধর্নার নেতৃত্বে থাকবে একজন করে রাজ্য নেতা।
শাসক দল তৃণমূলকে আক্রমণ করে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার। ঘূর্ণিঝড়ে ত্রাণ বিলিয়ে থেকে শুরু করে সবেতেই দুর্নীতি হয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতিও রাজ্য সরকারের হাতের বাইরে।
অথচ রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুললেই তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। প্রতিবাদ করলেই কেস দেওয়া হচ্ছে।সোশ্যাল মিডিয়াতেও লোকে নিজের বক্তব্য রাখতে পারে না সরকারের বিরুদ্ধে বললে পুলিশ তুলে নিয়ে যায়। এসবের প্রতিবাদে ৪ সেপ্টেম্বর রাজ্য গণতন্ত্র বাঁচাও দিবসের ডাক দিয়েছি আমরা।”
দিলীপ ঘোষ বলেন, লকডাউন করে ওইদিন বিজেপিকে আটকানোর যাবে না। উল্লেখ্য, দিলীপ ঘোষের রাজারহাটের বাড়িতে ৫ দিন ধরে সাংগঠনিক বৈঠক চলছে। সেখানে উপস্থিত রয়েছেন মুকুল রায়, রাহুল সিনহা, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন। মঙ্গলবার সকালেই দিলীপের রাজারহাটের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মুকুল রায় ।
আর বৈঠকের পর রাজ্য সভাপতি নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন যে নিজেদের মধ্যে কোনও মতানৈক্য নেই। এদিন মুকুল রায়ের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মুকুলদার মতো একজন সিনিয়র লিডারের অহেতুক রাস্তায় নেমে কাজ করার কি প্রয়োজন! এই পরিস্থিতির জন্য আমরা বারণ করেছি, তাই তিনি অফিসে আসেন না। আমরা যেদিন বলব সেইদিনই নেমে পড়বেন কাজে।”