দেশের প্রতিটি প্রান্তের উন্নয়নই সরকারের প্রাথমিকতা। দেশের কোনও প্রান্ত উন্নয়নের ধারা থেকে যাতে বঞ্চিত না হয়, সেটাই কেন্দ্রীয় সরকারের অঙ্গীকার। শনিবার একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের জন্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ‘সেহাত’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এদিন জম্মুর বাসিন্দা, ক্যান্সার রোগী এবং কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনার সুবিধাভোগী রমেশ লালের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘আয়ুষ্মান ভারত আপনার জীবনকে আয়ুষ্মান করেছে। এই প্রকল্পের মাধ্যমে আপনি কী ধরনের সুবিধা পেয়েছেন, সে সম্পর্কে সকলকে বলুন, এটা অনুরোধ করছি।’ ভিডিও কনফারেন্সিং মারফত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীকে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে প্রায় ২২৯টি সরকারি হাসপাতাল এবং ৩৫টি বেসরকারি হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। এই প্রকল্পের অধীনে জম্মু ও কাশ্মীরের জনগণ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন।
সদ্য সমাপ্ত জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন পর্ষদের ভোট প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরে গণতন্ত্রকে মজবুত করার জন্য ভোট দিয়েছেন সেখানকার জনগণ। সমাজের সমস্ত স্তরের মানুষ ডিডিসি নির্বাচনে ভোট দিয়েছেন, উন্নয়নের জন্য। একটা সময় ছিল, আমরা জম্মু ও কাশ্মীর সরকারের অংশ ছিলাম, কিন্তু জোট ভেঙে ফেলি আমরা। আমাদের ইস্যু ছিল পঞ্চায়েত নির্বাচন করতে হবে এবং প্রতিনিধি বেঁচে নেওয়ার অধিকার দিতে হবে জনগণকে। করোনা-পরিস্থিতির কথা উল্লেখ করে মোদী বলেন, ‘করোনা পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের যেভাবে কাজ হয়েছে তা প্রশংসনীয়। করোনাকালে জম্মু ও কাশ্মীরে প্রায় ১৮ লক্ষ সিলিন্ডার রিফিল করা হয়েছে। স্বচ্ছভারত অভিযানের অংশ হিসেবে জম্মু ও কাশ্মীরের ১০ লক্ষের বেশি শৌচালয় করা হয়েছে। কিন্তু, এই উদ্দেশে শুধুমাত্র শৌচালয় বানানো পর্যন্ত সীমাবদ্ধ নয়, জনগণের স্বাস্থ্যের উন্নতির চেষ্টা করতে হবে। প্রধানমন্ত্রী জানান, বর্ডার শেলিং সর্বদা উদ্বেগের বিষয় ছিল। সাম্বা, পুঞ্চ এবং কাঠুয়া-সহ বিভিন্ন সীমান্ত এলাকায় বাঙ্কার দ্রুততার সঙ্গে তৈরি করা হয়েছে। দেশের কোনও প্রান্ত উন্নয়নের ধারা থেকে যাতে বঞ্চিত না হয়, সেটাই আমাদের সরকারের অঙ্গীকার। কৃষি আইনের প্রসঙ্গ টেনে এনে মোদী বলেন, নতুন কৃষি সংস্কারের ফলে জম্মু ও উপত্যকাই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। এর ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান এবং স্ব-কর্মসংস্থান পেতে চলেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, জম্মু ও কাশ্মীরে ৭টি নতুন মেডিকেল কলেজ অনুমোদিত হয়েছে।
2020-12-26