শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের ১৩টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৩০টি বিধানসভা আসন এবং তিনটি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট গণনা চলছে আজ। পশ্চিমবঙ্গের চার আসনেই পিছিয়ে পড়েছে গেরুয়া শিবির। তবে অন্যান্য রাজ্যের উপনির্বাচনে মুখে হাসি ফুটেছে বিজেপির। প্রায় সব রাজ্যেই শাসকদলের দিকে পাল্লা ঝুঁকে।
অসমে গোসাইগাঁও, ভবানীপুর, তামুলপুর, মারিয়ানি এবং থোওড়ায় উপনির্বাচনে এগিয়ে বিজেপি ও তাদের শরিক দল। এদিকে বিহারে দুটি বিধানসভা আসনে প্রাথমিক ভাবে আরজেডি এগিয়ে গেলেও পড়ে সেই আসনগুলিতে ঘুরে দাঁড়ায়ে বিজেপির শরিক দল জেডিইউ। এদিকে কর্নাটকে দুটি বিধানসভা আসনেই এগিয়ে শাসকদল বিজেপি। এছাড়াও অন্ধ্রপ্রদেশে একটি বিধানসভায় এগিয়ে সেরাজ্যের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস। মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা ও একটি লোকসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি।ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে হিমাচলপ্রদেশে একটি লোকসভা আসন ও একটি বিধানসভা আসনে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে কংগ্রেস। বিজেপি শাসিত এই রাজ্যে কংগ্রেস এই দুই নির্বাচনে এগিয়ে যাওয়ায় নিঃসন্দেহে অস্বস্তিতে থাকবে গেরুয়া শিবির। উল্লেখ্য, এই রাজ্যে দীর্ঘদিন মন্ত্রীর দায়িত্ব সামলানে জেপি নড্ডা বর্তমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিকে রাজস্থানে দুটি বিধানসভা আসনে এগিয়ে সেই রাজ্যের শাসকদল কংগ্রেস। তেলাঙ্গানায় শাসকদল টিআরএস-কে স্তম্ভিত করে এগিয়ে রয়েছে বিজেপি। হরিয়ানায় বিজেপিকে পিছনে ফেলে একটি আসনে এগিয়ে আইএনএলডি।
দাদরা ও নগর হাভেলি লোকসভা আসনে শিবসেনা প্রার্থী তথা সাতবারের সাংসদ মোহন ডেলকরের স্ত্রী কলাবেন ডেলকর বিজেপির প্রার্থী থেকে এগিয়ে। এদিকে মিজোরামে একটি বিধানসভা আসনে এগিয়ে মিজো ন্যাশনাল ফ্রন্ট। মেঘালয়ের তিনটি আসনের একটিতে এগিয়ে এনপিপি ও একটিতে এগিয়ে ইউডিপি।