পুজোর আগেই বিজেপিতে যোগ দিতে পারেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। তবে তাঁর যোগদান পর্ব হতে পারে কলকাতায়। সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার বাইপাসের ধারে শীর্ষস্থানীয় বিজেপি নেতার ফ্ল্যাটে বৈঠকে বসতে চলেছেন দেবশ্রী রায়। বুধবার রাতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে তাঁর সল্টলেকের বাড়িতেও গিয়েছিলেন দেবশ্রী।
সূত্রের খবর অনুযায়ী, শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বাধা সরিয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন দেবশ্রী রায়। পুজোর আগেই এই যোগদান পর্ব সম্পন্ন হবে। সূত্রের আরও খবর দেবশ্রীর ব্যাপারে উদ্যোগী খোদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য সভাপতির অনুগামী বলে পরিচিত দক্ষিণ ২৪ পরগনার এক বিজেপি নেতা দেবশ্রী রায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার বাইপাসের ধারে শীর্ষস্থানীয় বিজেপি নেতার ফ্ল্যাটে বৈঠকে বসতে চলেছেন দেবশ্রী রায়। বিজেপিতে যোগ দিলে, তাঁর কাজ কী হবে তা নিয়ে মূলত আলোচনা হবে বলে জনা গিয়েছে।
বুধবার রাত দশটা নাগাদ সল্টলেকের সিএল ব্লকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ির সামনে একটি কালো গাড়ি এসে দাঁড়ায়। সূত্রের খবর অনুযায়ী, গাড়ির ভিতরেই ছিলেন দেবশ্রী। কিন্তু তিনি নামেননি। প্রেস স্টিকার লাগানো গাড়ি থেকে নেমে দেবশ্রী রায়ের আপ্ত সহায়ক দিলীপ ঘোষের খোঁজ নেন। এদিকে, দেবশ্রী রায় এসেছেন, এই খবরে দিলীপ ঘোষের বাড়ির সামনে ভিড় বাড়তে থাকে। তখন দেবশ্রী রায়ের গাড়ির চালক, গাড়িটিকে তিন চারটি গলির পরে নিয়ে গিয়ে রাখেন। পরে দেখা না পেয়ে ফিরে যান দেবশ্রী রায়।