দার্জিলিংমুখী রাজ্যপাল ধনকর, পথে মালদহে বৈঠক

গোটা নভেম্বর মাসই দার্জিলিংয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার সকালে রেলপথে উত্তরবঙ্গ রওনা দেন তিনি। পথে, মালদহে বৈঠক করেন দুই বিজেপি নেতার সঙ্গে।

কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল, তা নিয়ে চলছে জোর জল্পনা। যদিও এই প্রতিবেদককে তিনি ব্যক্তিগত উত্তরে বলেন, “অবকাশের কোনও ব্যাপার নেই। কাজ, কাজ, কেবলই কাজ”।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি টুইটে জানান, চলতি সফরে সাধারণ মানুষ এবং প্রশাসনের সঙ্গে সংযোগ স্থাপন করবেন।

দুপুরে মালদহ টাউনে তাঁর সঙ্গে বিজেপি সাংসদ খগেন মূর্মূ এবং বৈষ্ণবনগরের বিধায়ক স্বাধীন সরকার তাঁর সঙ্গে সৌজন্য বৈঠক করেন।
রাজ্যপালের সফরসূচি অনুযায়ী ১ নভেম্বর শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করবেন তিনি। ৩০ নভেম্বর পর্যন্ত দার্জিলিংয়ের রাজভবনে থাকার কথা রয়েছে তাঁর।

সাধারণ মানুষের প্রত্যাশাপূরণে উত্তরবঙ্গ পাড়ি দিচ্ছেন বলেই টুইটে উল্লেখ করেন জগদীপ ধনকড়। পর্যটন, আর্থিক এবং শিক্ষাগত সম্ভাবনাকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গের মানুষের উন্নতি করা সম্ভব বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.