জেহাদিদের বিরুদ্ধে অলআউট আক্রমণের ডাক দিল বিশ্ব হিন্দু পরিষদ। রাজধানী দিল্লির এক সভা থেকে ভিএইচপি-র বক্তারা বললেন, ‘হাত কেটে নাও, দরকারে গলা নামিয়ে দাও’। শুধু তাই নয়, নিজেদের কাছে বন্দুক রাখার আবেদনও জানালেন তাঁরা।
বিশ্ব হিন্দু পরিষদের সভার প্রধান বক্তা ছিলেন জগৎ গুরু যোগেশ্বর আচার্য। তিনি বলেন, ‘যদি দরকার হয়, হাত কেটে নাও। গলা নামিয়ে দাও। সবচেয়ে বেশি তোমার জেল হবে। কিন্তু এই সমস্ত লোককে উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে। বেছে বেছে মারো।’
সভার অন্য এক বক্তা, মহন্ত নওলকিশোর দাস মানুষকে লাইসেন্সের পরোয়া না করে বন্দুক রাখার পরামর্শ দেন। তিনি বলেন, ‘বন্দুক জোগাড় করুন। যদি লাইসেন্স না থাকে তা হলে ভয় পাবেন না। যাঁরা আপনাকে খুন করতে আসবে, তাঁদের হাতে কি লাইসেন্স করা রিভলবার থাকবে? তা হলে আপনার কেন লাইসেন্স লাগবে? ’
এহেন বক্তব্য ঘিরে ‘ঘৃণাভাষণের’ অভিযোগ উঠেছে। যদিও বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনসল জানান, ‘এটি একটি ‘জন আক্রোশ সভা’। যা যা বলা হয়েছে তা সবই জেহাদিদের বিরুদ্ধে। কোনও একটি সম্প্রদায়কে নিশানা করে কিছু বলা হয়নি। মানুষ রেগে আছেন। ওঁরা যা বলতে চেয়েছেন তা হল, জেহাদিদের বিরুদ্ধে প্রয়োজন হলে মানুষ নিজেরাই আত্মরক্ষা করবেন’।