আজ দীর্ঘ ২৮ বছর পরে বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় দিয়েছে সিবিআই আদালত। আর তারপরেই কংগ্রেসের উদ্দেশ্যে তোপ দাগলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁর কথায় কংগ্রেস সাধু-সন্ন্যাসী, বিশ্ব হিন্দু পরিষদের নেতা ও বিজেপি নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করেছিল। সিবিআই আদালত অভিযুক্তদের নির্দোষ ঘোষণা করার পর কংগ্রেসের উচিত সবার কাছে ক্ষমা চাওয়া।
আজ কোর্টের রায়ে উঠে এসেছে ষড়যন্ত্রের গন্ধ। কারণ কোর্টের মতে, অভিযুক্তদের বিরুদ্ধে যে প্রমাণ পেশ করা হয়েছিল, তার অনেকটাই ছিল পরিকল্পিত এবং সেই আৰ প্রমাণের মধ্যে কোনো সারবত্তা ছিল না। আর সেই কারণেই ৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করে সিবিআই আদালত। ফলে দীর্ঘ বিতর্কের অবসান ঘটলো।আর তারপরেই যোগী আদিত্যনাথের তোপ, কংগ্রেসের উচিত দেশবাসীর সামনে ক্ষমা চাওয়া। কারণ নিরপরাধ সাধু-সন্ন্যাসী ও হিন্দু নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করেছিলো কংগ্রেস, অভিযোগ যোগী আদিত্যনাথের।