শেখ শাহজাহানকে অবিলম্বে সিআইডি-র হেফাজতে তুলে দিয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তভার সিআইডি-কে দেওয়ার আইনি নির্দেশকে স্বাগত জানালো বিজেপি। রায় ঘোষণার ঠিক পরেই দলের কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।
সুকান্তবাবু লিখেছেন, “এখন শেখ শাহজাহান ও তার সহযোগীদের ইচ্ছায় নয়, দেশের আইনের মাধ্যমে সন্দেশখালিতে নৃশংসতার শিকারদের বিচার করা হবে…”।
শুভেন্দুবাবু লিখেছেন, “সন্দেশখালি এবং বনগাঁতে ইডি আধিকারিকদের উপর হামলা সংক্রান্ত সিআইডি তদন্ত সিবিআই-এর কাছে হস্তান্তর করে মাননীয় কলকাতা হাইকোর্ট আবারও পশ্চিমবঙ্গের ব্যর্থ রাজ্য এবং তার আপোষকৃত পুলিশ যন্ত্রের মুখোশ উন্মোচন করেছে। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রথম ডিভিশন বেঞ্চের রায়কে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।”
অমিতবাবু লিখেছেন, “কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী এবং সন্দেশখালির মহিলাদের নির্যাতনকারী শেখ শাহজাহানের হেফাজত আজ বিকেলের মধ্যে সিবিআই-এর কাছে হস্তান্তর করতে।”
তিনি আরও বলেন, “যারা টিএমসির জন্য অপরাধচক্র পরিচালনা করে এবং দরিদ্রদের হয়রানি করে, সেই সওকত মোল্লা, জাহাঙ্গীর খান এবং অন্যদের অপরাধীদেরও যতক্ষণ শেখ শাহজাহানের মতো একই পরিণতি না হয়, বাংলাকে পুনরুদ্ধারের লড়াই রাজ্য বিজেপি-র ততক্ষণ অব্যাহত থাকবে।”