তৃতীয় বার ক্ষমতায় এসে দ্বিগুণ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেকারত্ব দিনদিন বাংলাকে গ্রাস করেছে। টুইট করে এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একই সঙ্গে ভ্যাক্সিনেও কাটমানি নেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল নেতাদের বিরুদ্ধে।
রবিবার দিলীপ ঘোষ টুইটারে লিখেছেন, রাজ্যে ভ্যাকসিনের আকালের পেছনে রয়েছে কালোবাজারি। সাধারণ মানুষ বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছেন না। ভ্যাকসিন নিতে আড়াইশো থেকে সাড়ে বারোশো টাকা পর্যন্ত কাটমানি দিতে হচ্ছে মানুষকে। আর সেটা দিতে না পরলে বলে দেওয়া হচ্ছে ভ্যাক্সিন দেওয়া হবে না। তার দাবি,এটাই এই রাজ্যের বাস্তব পরিস্থিতি।
তিনি আরও লিখেছেন, তৃণমূল নেতারা যাদের নাম কাগজে লিখে দিচ্ছেন তারাই শুধুমাত্র ভ্যাক্সিন পাচ্ছেন। আর সাধারন মানুষকে ভ্যাক্সিনের জন্য লাইনে দাঁড় করিয়ে রেখে ফিরিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র তৃণমূল নেতাকর্মীরা ভ্যাক্সিন পাচ্ছেন।
রাজ্য সরকার বারবার বলে চলেছে কেন্দ্র পর্যাপ্ত ভ্যাক্সিন পাঠাচ্ছে না বলেই ভ্যাক্সিনের অভাব তৈরি হয়েছে। টুইট করে সেই অভিযোগেরই পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ।
এদিকে কলকাতা এনআরএস হাসপাতালে কিছুদিন আগে ডোমের চাকরির জন্য ইঞ্জিনিয়ার স্নাতক-স্নাতকোত্তর উত্তীর্ণদের আবেদন করতে দেখা গিয়েছিল। এদিন সেই প্রসঙ্গ টেনে এনেছেন দিলীপ ঘোষ। রাজ্যের বেকারত্বের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, কাজের খোঁজে বেকার মানুষের স্বপ্ন এভাবেই মাঠে মারা যাচ্ছে এই রাজ্যে। দ্বিগুণ কর্মসংস্থানের প্রতিশ্রুতি রাখতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্য ব্যক্তি এখানে চাকরি পান না বলে অভিযোগ করেন তিনি।