সিআইডি নয় মণীশ শুক্লা হত্যাকাণ্ডে চাই সিবিআই তদন্ত! রাজ্যপালের দরবারে বঙ্গ বিজেপি নেতৃত্ব!

বিজেপি নেতা অর্জুন সিং-এর ডানহাত মণীশ শুক্লা খুনে সিআইডি তদন্তে খুশি নয় পদ্মশিবির (BJP)। শুধুমাত্র সিবিআই তদন্তেই আস্থা রাখছে গেরুয়া শিবির। আর সেটা জানাতেই আজ ফের রাজ্যপালের সঙ্গে দেখা করে বিজেপির প্রতিনিধিরা। আজ অর্থাৎ রবিবার মনীশ শুক্লা হত্যাকাণ্ডের বিষয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে রাজভবনে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, বিধায়ক সব্যসাচী দত্ত, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। বেশ কিছুক্ষণ উক্ত বিষয় নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে কথাও বলেন তাঁরা।

সম্প্রতি টিটাগড়ে গুলিবিদ্ধ হয়ে খুন হন মণীশ শুক্লা (Manish Shukla)। প্রথম থেকে গেরুয়া শিবিরের অভিযোগ, পরিকল্পনামাফিক খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ময়নাতদন্তের পরই দেহ নিয়ে রাজভবনে যাওয়ার পরিকল্পনা করে বিজেপি নেতৃত্ব। সেই অনুযায়ী এনআরএস হাসপাতাল থেকে দেহ নিয়ে রাজভবনের উদ্দেশে রওনাও দেন তাঁরা। পথে যানজটের ফলে বারবার আটকে যায় বিজেপি নেতার শববাহী গাড়ি। পরে নিউ মার্কেট এলাকায় পুলিশের সঙ্গে একপ্রস্থ বচসাতেও জড়িয়ে পড়েন বিজেপি নেতাকর্মীরা। পরে যদিও পুলিশ এবং গেরুয়া শিবির মধ্যস্থতায় আসে। বিজেপি প্রতিনিধি দলের চারজনকে রাজ্যপালের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। তবে শববাহী গাড়ি নিয়ে যাওয়া যাবে না বলেই জানিয়ে দেয় পুলিশ। পরে যদিও মণীশ শুক্লার বাবা এবং বিজেপি নেতৃত্ব জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন। বাংলার আইনশৃঙ্খলা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তাঁরা।সিবিআই তদন্তের দাবিও জানান।
আজ আবারও রাজ্যপালের সঙ্গে দেখা করে সেই একই দাবি জানাল গেরুয়া শিবির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.