নাগাল্যান্ডের দুই আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনে গণনা সমাপ্ত হয়েছে। একটি আসনে ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি এবং অন্যটিতে নির্দল প্রার্থী জয়ী হয়েছেন।
নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, আঙ্গামী-১ দক্ষিণাঞ্চল আসনে ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি-র প্রার্থী মেডো ইহোখা ৫৯৮ ভোটের ব্যবধানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী সেভিলিয়ে পিটার জাসুমোকে পরাজিত করেছেন। শুরুতে নির্দল প্রার্থী সেভিলিয়ে পিটার জাসুমো এগিয়ে ছিলেন। কিন্তু বেলা যত গড়িয়েছে ছবি বদলে গেছে।
এদিকে, পুঙরু কিফিরে আসনে নির্দল প্রার্থী টি ইয়াংসেও সংতাম ১,৫২৭ ভোটে এস কিউসুমেও ওয়াইমচুঙ্গাকে পরাজিত করেছেন। তিনি শুরু থেকেই গণনায় এগিয়ে ছিলেন।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর ওই দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিধায়ক ভিখু-ও ওহসু এবং টি টোরেসুর প্রয়াণে ওই দুই আসন শূন্য হয়ে গিয়েছিল।
2020-11-10