কাশ্মীরে আমির খানের বাড়িতে বুলডোজার, হিজবুল যোগ মিলতেই অ্যাকশন

বুলডোজার কাণ্ড ইতিমধ্যে উত্তরপ্রদেশ ও আসামে ঘটেছে। এরপরে এই ধরণের ঘটনারই ঘটতে দেখা গেল কাশ্মীর উপত্যকাতে। সূত্রের খবরের ভিত্তিতে জানতে পারা গেছে যে, শনিবার সকালে এক হিজবুল মুজাহিদীন জঙ্গির বাড়িতে বুলডোজার চালানো হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে কাশ্মীর প্রশাসন কড়া পদক্ষেপ নেয় হিজবুল মুজাহিদীনের এক জঙ্গির বিরুদ্ধে। জম্মু কাশ্মীর প্রশাস এইদিন মূলত জম্মু কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁও এলাকার আমির খান নামক এক জঙ্গির বিরুদ্ধে। প্রশাসনিক সূত্রে জানা গেছে যে, আমির হিজাবুল সংগঠনের কমান্ডার, এই খবরের ভিত্তিতেই আমির খানের বিলাসবহুল বাড়ি ভেঙে দেওয়া হয়েছে।

আরো পড়ুন : ভুয়ো শিক্ষকের তালিকায় সুন্দরবনের তৃণমূল নেত্রীর মেয়ে, জানাজানি হতেই বাড়িতে তালা ঝুলিয়ে উধাও

উল্লেখ্য, কাশ্মীর উপত্যকায় বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনা এই প্রথম ঘটেনি। এর আগেও ইতিমধ্যে কাশ্মীর প্রশাসনের তরফে বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই পদক্ষেপটি মূলত নেওয়া হয়েছিল জইশ-ই-মহম্মদের সদস্য আশিক নেঙ্গরোর বাড়িতে। আশিক নেঙ্গরোর নাম মূলত ২০১৯ সালের পুলওয়ামা হামলার সঙ্গে জড়িত পাওয়া গেছে। এরপরেই পুলওয়ামার রাজপোরা এলাকার নিউ কলোনিতে অবস্থিত বাড়ি গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.