অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সর্বকালের অন্যতম সেরা ভারত অধিনায়ক এবং ক্রীড়াবিদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন উদ্বেগে গোটা দেশ ৷ আরোগ্য কামনায় প্রিয়জনের সঙ্গে সমস্ত অনুরাগীরা ৷ বিভিন্ন ক্ষেত্রের একের পর এক জনপ্রিয় মানুষেরা সৌরভের কুশল সংবাদ নিতে ফোন করেছেন ৷ এবার সরাসরি মহারাজের সঙ্গে কথা বলতে ফোন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তথ্য-ইরন রায় বর্মন
গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর, রবিবার সকালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফোন করে মোদি তাঁর স্বাস্থ্য সম্পর্কে জানতে চান ৷ শারীরিক অসুবিধা, চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কেও খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান তিনি ৷ বলেন, দরকার পড়লে বিদেশে নিয়ে গিয়েও মহারাজের চিকিৎসার জন্যও তিনি ব্যবস্থা করে দিতে পারেন ৷ দুজনের মধ্যে বেশ কয়েক মিনিট কথাবার্তা চলে ৷ এর বেশি পরিবারের তরফে জানানো হয়নি ৷ তথ্য-ইরন রায় বর্মন
সৌরভ গঙ্গোপাধ্যায় শনিবার বেলা একটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার উডসল্যান্ড হাসপাতালে ভর্তি হন ৷ দাদার অসুস্থতার কথা শুনেই সঙ্গে সঙ্গে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে সব মহলে ৷ দিল্লি থেকে অমিত শাহ ফোন করে কৈলাস বিজয়বর্গী থেকে সৌরভের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন ৷ পরে তাঁর স্ত্রী ডোনার সঙ্গে শাহের কথা হয় বলে খবর ৷ তথ্য-ইরন রায় বর্মন
শুধু শাহ মোদি নন, লতা মঙ্গেশকর থেকে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় থেকে সাধারণ মানুষ ৷ সবার শুধু একটাই প্রশ্ন কেমন আছেন সৌরভ? একটাই প্রার্থনা-শীঘ্র ভাল হয়ে ওঠুন মহারাজ ৷