মন্দিরের জমি দখলের চেষ্টা করেছিল একদল দুষ্কৃতী। তাদের বাধা দেয় পুরোহিত এবং তাঁর স্ত্রী। সেই রাগে তাদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ করল দুষ্কৃতীরা। রাজস্থানের রাজসামন্দ জেলার ঘটনা।
জানা গিয়েছে, ওই জেলার দেবনারায়ন মন্দিরে পুরোহিতের কাজ করতেন নবরত্ন লাল(৭৫)। গত রবিবার রাতে সাড়ে আটটা নাগাদ নবরত্ন লাল ও তাঁর স্ত্রী যমুনা দেবী তাদের ছেলের দোকানে রাতের খাবার খাচ্ছিলেন। সেই সময় একদল দুষ্কৃতী বেলুন ভরা পেট্রোল ছুঁড়ে মারে এবং আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘরে থাকা নবরত্ন লাল ও তাঁর স্ত্রীর শরীরে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তাদের।
হাসপাতালের চিকিৎসকদের কথায়, আগুনে ওই ব্যক্তি ও তাঁর স্ত্রীর দেহের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। চিকিৎসা চললেও দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
পরে ঘটনার তদন্তে নেমে মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো জিতেন্দ্র সিং, রমেশ সিং, ঈশ্বর সিং, গিরিরাজ সিং, রাম সিং, দেবী সিং, গঙ্গা সিং, শেসা সিং, ছগণ সিং, হরি ওম সিং, রাজু সিং রাওয়াত এবং হাজারী সিং রাওয়াত। পুলিশ জানিয়েছে যে এদের মধ্যে জিতেন্দ্র সিং পুরোহিতকে হত্যার চেষ্টার মূল চক্রী। সে অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে বসে ওই পুরোহিত ও তাঁর পরিবারকে হত্যার ছক কষেছিলো। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রানজিট রিমান্ডে তাকে রাজস্থানে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে যে দেবনারায়ন মন্দিরের নামে ২২ বিঘা জমি রয়েছে। ওই জমি বিক্রি করার জন্য পুরোহিত নবরত্ন লালের ওপরে নানাভাবে চাপ সৃষ্টি করে আসছিল জিতেন্দ্র সিং ও তাঁর দলবল। কিন্তু মন্দিরের জমি বিক্রি করতে রাজি হননি নবরত্ন লাল। তাই ওই পুরোহিত ও তাঁর পরিবারকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করে জিতেন্দ্র সিং।