লকডাউনের সময় সেই সমস্ত প্রবীণদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল বিজেপি (BJP)। এলাকার প্রবীণ মানুষদের বাড়ির বাজার থেকে শুরু করে দোকানপাট করে দেবেন স্থানীয় বিজেপি কর্মীরাই। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda) ও সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ ভিডিও কনফারেন্স করেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বের সঙ্গে। সেখানে ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ সুব্রত চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা।
সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে রাজ্যের অসহায় প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াতে হবে। করোনার জেরে বর্তমানে গোটা দেশেই গৃহবন্দী আম জনতা। শীর্ষ নেতৃত্বের বার্তা পাওয়ার পরই বঙ্গ বিজেপির তরফে বুথস্তরে কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এলাকায় এলাকায় প্রবীণ নাগরিকদের তালিকা তৈরি করে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। প্রবীণদের বাজার-দোকান করে দেওয়াই শুধু নয়, যাঁদের আর্থিক সামর্থ্য নেই আবার বয়স্ক তাঁদেরও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিজেদের পয়সা দিয়েই কিনে দেবেন বিজেপি কর্মীরাই। প্রসঙ্গত, জনসংযোগের পন্থা হিসেবে এই সময়কে কাজে লাগাতে চায় বিজেপি।