আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। সেই বিক্ষোভ কর্মসূচিতে দলের কর্মী সমর্থকদের সামলাতে একপ্রকার হিমশিম খেলেন বিজেপির একাধিক নেতা। যদিও আন্দোলনে নেতৃত্বদানকারী বিজেপি নেতাদের দাবি, মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন তাই এরকম পরিস্থিতি।
উল্লেখ্য, আবাস যোজনার নতুন তালিকা থেকে প্রকৃত উপভোক্তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে এই অভিযোগে শুক্রবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপির গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল ও সাতমা মন্ডল কমিটি। এদিন দুপুর নাগাদ কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ফানিয়ামারা ব্রিজ থেকে মিছিল করে এসে ছাতিনাশোলে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে এসে বিক্ষোভ দেখান। বিক্ষোভ সামলাতে ব্লক অফিস চত্বরে বিশাল পুলিশ বাহিনী থাকলেও পুলিশ প্রথম থেকেই শুধু পরিস্থিতির উপর নজর রাখে। তবে বিজেপি কর্মীরা বারে বারে ব্লক অফিসের গেটের সামনে একেবারে উত্তেজিত হয়ে এগিয়ে আসতে থাকেন তখন কর্মীদের সামলাতে যেমন বারে বারে মাইকিং করতে দেখা যায় নেতাদের তেমন যুব নেতা সুমন্ত মহান্তি, প্রাক্তন মন্ডল সম্পাদক স্বপন পাত্র সহ একাধিক নেতাকে দেখা যায় ব্যারিকেড করে কর্মীদের বিক্ষোভ সামলাতে। শেষে বেশ কিছুক্ষণ পরে বিজেপি প্রতিনিধি দল ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দিতে যান।
প্রায় ঘন্টাখানেক পরে বিডিওর কাছে ডেপুটেশন শেষে বিজেপির রাজ্য কমিটির সদস্য অবনী ঘোষ জানান, আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়াদের বাড়িতে আবার সার্ভে করার আশ্বাস দিয়েছেন বিডিও সাহেব। পাশাপাশি তিনি এও হুঁশিয়ারি দেন, প্রকৃত উপভোক্তাকে বাড়ি না দিলে আগামী দিনে গোপীবল্লভপুর অচল করে দেওয়া হবে। তবে কর্মী সমর্থকদের এই বাঁধ ভাঙা বিক্ষোভকে তিনি স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বলে আখ্যা দেন।
তবে বিজেপির এই বিক্ষোভের বিষয়ে তৃণমূলের গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক কমিটির সাধারণ মানুষ রঞ্জিত মহাকুল কটাক্ষ করে বলেন, ব্লকের পাঁচটি অঞ্চল বিজেপির দখলে, পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে, তবুও বিজেপি মানুষকে বিভ্রান্ত করতে এসব করছে। কিন্তু মানুষ ঠিক সময়ে এর উত্তর দেবে।