ব্যারাকপুরের বিজেপি (BJP) নেতা মনীশ শুক্লার খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হল বিজেপি। রবিবার দুপুরে এই দাবি নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের (Mukul Roy) নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে। সেখানে রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি দাবি সনদ রাজ্যপালের হাতে তুলে দেন মুকুল রায়। সেই দাবি সনদে উল্লেখ করা হয়েছে, বিজেপি নেতা মণীশ শুক্লার হত্যাকাণ্ডের অবিলম্বে সিবিআই তদন্ত শুরু করা হোক। কারণ রাজ্য প্রশাসনের ওপর এই তদন্তে খুব বেশি আশা দেখছেন না তারা। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তি দিতে হলে সিবিআই তদন্তের প্রয়োজন।
প্রসঙ্গত, ৪ অক্টোবর সন্ধ্যায় ব্যারাকপুরে থানার সামনে গুলি করে হত্যা করা হয় বিজেপি নেতা মণীশ শুক্লাকে। ঘটনায় বিজেপি সরাসরি আঙুল তোলে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার তদন্ত ভার তুলে দেওয়া হয় রাজ্য সিআইডির হাতে। এ প্রসঙ্গে মুকুল বলেছেন, “নৃশংস ভাবে মণীশ শুক্লাকে হত্যা করা হয়েছে। নিহতের পিতা যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাদেরকে ন্যূনতম জেরার জন্য ডাকা হচ্ছে না। পশ্চিমবঙ্গের যা চলছে তা মকারি অফ ডেমোক্রেসি। আমরা তাই সামান্য রাজ্যপালের কাছে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছি।” এদিন মুকুল রায়ের সঙ্গে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যান রাজারহাট নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত, রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেত্রী ডাঃ অর্চনা সেনগুপ্ত প্রমুখ।