রবিবার জাতীয় রাজধানীতে অনুষ্ঠিত ভারতীয় জনতা পার্টির জাতীয় কর্মসমিতির বৈঠকে পশ্চিমবঙ্গের রাজনীতির প্রসঙ্গ উত্থআপিত হল। গেরুয়া দলের প্রধান জেপি নড্ডা বিজেপি নেতা ও জনগণকে আশ্বস্ত করে দাবি করেন যে ‘বিজেপি পশ্চিমবঙ্গে একটি নতুন কাহিনি লিখবে।’
পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী অনেক নেতা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। স্বপন দাস গুপ্ত, অনুপম হাজরা, কৈলাশ বিজয়বর্গীয়দের উপস্থিতিতেই বিজেপি সভাপতি আশ্বাস দেন যে বিজেপি পশ্চিমবঙ্গে একটি নতুন গল্প লিখবে। নড্ডা বলেন, ‘আমি পশ্চিমবঙ্গের জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা আপনার সাথে থাকব এবং আমরা রাজ্যে একটি নতুন কাহিনি লিখব।’ট্রেন্ডিং স্টোরিজ
উল্লেখ্য, নির্বাচনের পরই অনেক অসন্তুষ্ট নেতা বিজেপি ছেড়ে শাসক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই দলবদলের হিড়িকের কারণে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরে ‘দর’ কমেছে বিজেপির। সদ্য মনোনীত জাতীয় কর্মসমিতির সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি দল ছেড়ে আবার তৃণমূলে যোগ দেওয়ার পরে দলকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল।
তৃণমূল স্তরে দলের শাখা ছড়িয়ে দিতে নাড্ডা দলের নেতাদের লক্ষ্য স্থির করে দিয়েছেন। দলীয় প্রধান বলেন, বুথ লেভেল কমিটি গঠন ২৫ ডিসেম্বরের আগে শেষ করতে হবে। পাশাপাশি তিনি বলেন, ‘বুথ স্তরে মন কি বাত শোনার জন্য প্রতিটি বুথকে একত্রিত করতে হবে।’