পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় চমক দিল বিজেপি। রবিবার পশ্চিমবঙ্গে তৃতীয় দফা ভোটের জন্য ২৭ জন প্রার্থী এবং চতুর্থ দফা ভোটের জন্য ৩৬ জন প্রার্থীর নামের তালিকা ঘোষণা করেছে বিজেপি। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “পশ্চিমবঙ্গে তৃতীয় দফা ভোটের জন্য ২৭ জন প্রার্থী এবং চতুর্থ দফা ভোটের জন্য ৩৬ জন প্রার্থীর নামের তালিকা ঘোষণা করা হচ্ছে।” আলিপুরদুয়ার আসনের বিজেপি প্রার্থী করা হয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়িকে, ডোমজুড়ের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায় এতদিন ডোমজুড় থেকেই লড়ছেন এবং সিঙ্গুর আসনের প্রার্থী করা হয়েছে মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। প্রবীর ঘোষালও উত্তারপাড়া থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি-র হয়ে।
বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী, হুগলি জেলার তারকেশ্বর আসনের প্রার্থী করা হয়েছে স্বপ্ন দাশগুপ্তকে, দিনহাটার প্রার্থী সাংসদ নিশীথ প্রামানিক, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় লড়বেন টালিগঞ্জ বিধানসভা আসনে, টলিউড অভিনেতা যশ দাশগুপ্তকে চণ্ডীতলার প্রার্থী করা হয়েছে। চুঁচুড়ায় প্রার্থী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। সোনারপুর দক্ষিণে প্রার্থী হচ্ছেন অঞ্জনা বসু। বেহালা পূর্বে দাঁড়াতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। ওই কেন্দ্রে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে দাঁড় করিয়েছে তৃণমূল। কিন্তু বেহালা পূর্বের আসনে শোভনকে প্রার্থী না করে সেই জায়গায় অভিনেত্রী পায়েল সরকারকে দাঁড় করাল বিজেপি।
তৃতীয় ও চতুর্থ দফায় বিজেপি-র উল্লেখযোগ্য প্রার্থীদের তালিকা—বাসন্তী (এসসি)-র প্রার্থী রমেশ মাঝি।কুলতলী (এসসি)-র প্রার্থী মিন্টু হালদার।কুলপির প্রার্থী প্রণব মালিক।রায়দিঘির প্রার্থী শান্তনু বাপুলি।মন্দিরবাজার (এসসি) বিধানসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ জাটুয়া।জয়নগর (এসসি)-এর প্রার্থী রবিন সরদার।ক্যানিং (পশ্চিম) (এসসি) বিধানসভা আসনের প্রার্থী করা হয়েছে অর্ণব রায়কে।ক্যানিং (পূর্ব) (এসসি) বিধানসভা আসনের প্রার্থী কালিপদ নস্কর।বারুইপুর পশ্চিম-এর দেবাপম চট্টোপাধ্যায়।মগরাহাট (পূর্ব) (এসসি) আসনের প্রার্থী চন্দন নস্কর।মগরাহাট (পশ্চিম) আসনের প্রার্থী মানস সাহা।ডায়মন্ড হারবার আসন থেকে লড়বেন দীপক হালদার।সাতগাছিয়া আসনের প্রার্থী চন্দন পল দাস।বিষ্ণুপুর (এসসি) আসনের প্রার্থী অগ্নিশ্বর নস্কর।উলুবেড়িয়া উত্তর (এসসি) চিরন বেরা। শ্যামপুর আসনের প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। বাগনান আসনের প্রার্থী অনুপম মালিক।আমতা থেকে লড়বেন দেবতনু ভট্টাচার্য।উদয়নারায়ণপুর থেকে লড়বেন সুমিত রঞ্জন কারার। জঙ্গিপুরের প্রার্থী দেবজিৎ সরকার।হারিপালের প্রার্থী সমীরণ মিত্র।ধনেখালির (এসসি) প্রার্থী তুষার মজুমদার।তারকেশ্বরের প্রার্থী স্বপন দাশগুপ্ত।পুরশুরাহ আসনের প্রার্থী বিমান ঘোষ।আরামবাগ (এসসি) থেকে লড়বেন মধুসূদন বাগ।গোঘাট (এসসি) আসনের প্রার্থী বিশ্বনাথ করক।খানাকুলের প্রার্থী সুশান্ত ঘোষ।মেখলিগঞ্জ (এসসি) প্রার্থী দধিরাম রায়।মাথাভাঙ্গা (এসসি) আসনের প্রার্থী সুশীল বর্মন।কোচবিহার উত্তর (এসসি) আসনের প্রার্থী সুকুমার রায়।সিতলকুচি (এসসি) আসনের প্রার্থী বরেন চন্দ্র বর্মন। সিতাই (এসসি) আসনের প্রার্থী দীপক কুমার রায়। দিনহাটায় নিশীথ প্রামাণিক।তুফানগঞ্জে মালতি রাভা রায়। কুমারগ্রামে মনোজ ওরাওঁ। কালচিনি (এসসি)-তে বিশাল লামা।আলিপুরদুয়ারে অশোক লাহিড়ি ।মাদারিহাটে (এসটি) মনোজ টিগ্গা।সোনারপুর দক্ষিণে প্রার্থী হচ্ছেন অঞ্জনা বসু।ভাঙড়ে সৌমি হাতি।কসবায় ইন্দ্রনীল খাঁ। যাদবপুরে রিঙ্কু নস্কর।টালিগঞ্জে বাবুল সুপ্রিয়বেহালা পূর্বে পায়েল সরকার।মহেশতলা উমেশ দাস।বজবজে তরুণ আদক।মেটুয়াবুরুজে রামজি প্রসাদ।হাওড়া উত্তরে উমেশ রায়। হাওড়া মধ্য সঞ্জয় সিং। হাওড়া দক্ষিণে প্রার্থী হচ্ছেন রন্তিদেব সেনগুপ্ত।সাঁকরাইলে (এসসি) প্রভাকর পন্ডিত। পাঁচলায় মোহিত ঘন্টি। উলুবেড়িয়া (পূর্ব) প্রত্যুষ মন্ডল।ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়।উত্তরপাড়ায় প্রবীর ঘোষাল।শ্রীরামপুরে কবির শংকর বসু।চাঁপদানিতে দিলীপ সিং।সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্য।চন্দননগরে দীপাঞ্জন গুহ।চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়।তারকেশ্বরে স্বপন দাশগুপ্ত।বলাগড়ে সুভাষ চন্দ্র হালদার।পান্ডুয়ায় পার্থ শর্মা। চণ্ডীতলায় যশ দাশগুপ্ত।
2021-03-14