বুধবার লোকসভায় বিজেপি সাংসদ বীরেন্দ্র সিং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) -কে দেশবিরোধী বলে মন্তব্য করেন। তিনি সরকারকে কয়েকদিনের জন্য বিশ্ববিদ্যালয়টি বন্ধ করার দাবি জানান। তিনি আরও বলেন, সেখানকার ঘটনা তদন্ত করা উচিত ।
বীরেন্দ্র সিং, সংসদের জিরো আওয়ারে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) বিষয় উত্থাপন করার সময় দাবি করেন যে জনগণের করের টাকায় পরিচালিত জেএনইউতে দেশবিরোধী আলোচনা হয়। তাঁর বক্তব্য মোহাম্মদ আলী জিন্নাহ দেশ স্বাধীন হওয়ার আগে যে কাজ করেছিলেন, জেএনইউতে একই জিনিস ঘটছে, একই বিষয়ে তারা বিরোধিতাও করছে। তিনি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং লোকসভার সদস্য ফারুক আবদুল্লাহকে আটক করার ইস্যুতে প্রতিবাদরত কংগ্রেস সহ বিরোধী দলগুলির সদস্যদের দিকে ইঙ্গিত করে বলেছেন, জিন্নাহ স্বাধীনতার আগে যা করেছিলেন, এখানে জনগণ (বিরোধী দলের সদস্যরা) একই ঘটনার পুনরাবৃত্তি করছেন ।
এর আগে, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর হওয়ার পরে জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং জেএনইউতে বিক্ষোভের কথা উল্লেখ করে বিএসপির দানিশ আলী বলেছিলেন যে জামিয়া এবং এএমইউতে শান্তিপূর্ণভাবে অবস্থানরত শিক্ষার্থীদের উপর পুলিশি অ্যাকশন নিয়ে অবশ্যই তদন্ত করা উচিত ।