সাগরে ও হলদিয়ায় মৃতার পরিবারের পাশে বিজেপির মহিলা মোর্চা

পুত্রবধুকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে সাগরের ১নং মন্ডলের চকফুলডুবি গ্রামের মাঝের পাড়ার ২ নং অঞ্চলে৷

অভিযোগ, তনেমা বিবিকে ৪ অক্টোবর রাতে নৃশংস ভাবে পুড়িয়ে মারে তার স্বামী ও শ্বাশুড়ি৷ পুলিশকে অভিযোগ জানালেও সোমবার পর্যন্ত পুলিশ এফ আই আর নেয়নি বলে অভিযোগ৷
মঙ্গলবার বিজেপির মহিলা মোর্চার সদস্যরা সাগরে মৃতার বাড়িতে যান ও তার বাবা মায়ের সঙ্গে দেখা করেন ও পরে তারা থানায় যান ও ভারপ্রাপ্ত অফিসারের সঙ্গে দেখা করেন৷

উল্লেখ্য,বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের নির্দেশে বিজেপি রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অমৃতা ব্যানার্জী , সহ-সভাপতি পারমিতা দত্ত, দুই সম্পাদক অর্চিতা রায় চৌধুরী, বর্ণালী সিনহা, লিগাল সেলের দুই কনভেনর পিয়ালি পাল ও সুমন শ্রীবাস্তব, বিজেপির আই টি কনভেনর মহুয়া চক্রবর্তী চৌধুরী সহ রাজ্য মহিলা মোর্চার একটি প্রতিনিধি দল সাগরে যান৷

বিজেপির দাবি, অবশেষে মহিলা মোর্চার চাপে পরে পুলিশ মূল অভিযুক্তদের গ্রেফতার করেছে৷ তবে এখনও বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ৷

এছাড়া পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় মা-মেয়ে রিয়া রমা কে জীবন্ত পুড়িয়ে হত্যা কান্ডের মূল অভিযুক্ত সাদ্দাম ও তার তিন শাগরেদের বিরুদ্ধে চার্জশিট পেশ হলো হলদিয়া আদালতে৷

অভিযোগ, একটি মেসাজ পার্লার এ কাজ করার সুবাদে রিয়ার সাথে পরিচয় হয় সাদ্দামের৷ তারপর রিয়ার সাথে প্রেম এর সম্পর্ক তৈরী করে অবাধে চলতে থাকে মেলামেশা৷

এরপরে রিয়া এবং তার মা রমা বিয়ের জন্যে চাপ দিতে থাকে সাদ্দামকে৷ পূর্ব বিবাহিত সাদ্দাম এর থেকে রেহাই পেতে খুনের ছক কষে৷ এবং ২ জনকে হলদিয়ায় ডেকে পাঠায়৷ দুর্গাচক এর একটি বাড়িতে খাওয়ার এর সাথে মাদক মিশিয়ে খাইয়ে জীবন্ত অবস্থায় নদীর চরে আগুনে জীবন্ত পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ৷

এই ঘটনায়ও মৃতের পরিবারে পাশে দাঁড়িয়েছে বিজেপি মহিলা মোর্চা৷ তারা আদালত চত্বরে সাদ্দামের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখায়৷

অনদিকে পৃথক একটি ঘটনায় মহিলা মোর্চার পুরুলিয়া জেলার সভানেত্রী কাবেরী চট্টোপাধ্যায়কে পুলিশ গ্রেফতার করেছে৷ রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল বার বার ফোন করে খোঁজ নিচ্ছেন এবং কাবেরীকে যত দ্রুত মুক্ত করা যায় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ এমনটাই বিজেপি সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.