বিগত কয়েক মাসে বহু মানুষের হিন্দু ধর্মে ঘর ওয়াপসি হয়েছে। কোনো এক কালে তাঁদের পূর্বপুরুষ হিন্দুধর্মাবলম্বী ছিলেন। পরিস্থিতির চাপে হোক বা স্বেচ্ছায় কোনো একটা সময় তাঁরা ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। তবে, আবার তাঁরা হিন্দু ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নিলে, সেটাই ‘ঘর ওয়াপসি’ বলে আখ্যায়িত করা হচ্ছে। চলতি বছরের শুরুতেই এবার নতুন করে ১০০ জনের মতো মানুষের ‘ঘর ওয়াপসি’ করার ঘটনা প্রকাশ্যে এলো।
ঘটনাটি ঘটে গত সপ্তাহে মঙ্গলবারে ছত্তিশগড়ের বাসনা এলাকায়। ওইদিন ছত্তিশগড়ের বিজেপির রাজ্য সম্পাদক প্রবল প্রতাপ সিং জুদেবের উপস্থিতিতে ১ হাজার ১০০ জন খ্রিস্টান মানুষ হিন্দু ধর্মে ফিরে এলেন বলে দাবি করা হয়েছে। একইসঙ্গে এও দাবি করা হয়েছে যে, ‘ঘর ওয়াপসি’ করতে ইচ্ছুক মানুষদের গঙ্গা জল দিয়ে পা ধুইয়ে পরিশুদ্ধ করেন ও হিন্দু ধর্মে ফিরিয়ে আনেন।
ছত্তিশগড়ের বিজেপির রাজ্য সম্পাদক প্রবল প্রতাপ সিং জুদেবে পুরো ঘটনাটি ভিডিও আকারে ক্যামেরাবন্দী করেন ও নিজের টুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, “আমি সম্মানিত, প্রায় ১১০০ মানুষকে সনাতন ধর্মে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আমাদের ধর্ম এবং সংস্কৃতির সৌন্দর্য এটাই। আমাদের ধর্মই আমাদের ঐতিহ্য”।