গুলিবিদ্ধ হয়ে খুন ব্যারাকপুরের দাপুটে বিজেপি নেতা মনীশ শুক্লা

নৃশংস কায়দায় খুন হয়ে গেলেন ব্যারাকপুর এলাকার দাপুটে বিজেপি (BJP) নেতা মনীশ শুক্লা। রবিবার রাতে টিটাগড় বাজারে বিজেপি পার্টি অফিসের সামনে গুলিবিদ্ধ হলেন তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া এই নেতা । প্রত্যক্ষদর্শীদের মতে, তাঁর শরীরে একাধিক বুলেটের আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় কলকাতা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই মণীশ শুক্লাকে (Manish Shukla) গুলি করেছে। যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সূত্রের খবর, তাঁকে উদ্দেশ্য করে মোট ১২টি গুলি চালানো হয়। তারমধ্যে মোট চারটি গুলি লাগে তাঁর শরীরে। টিটাগড় থানার ঢিলছোড়া দূরত্বে এই শুট আউট হয়। প্রতিবাদে বিজেপি অবরুদ্ধ করে দেয় বিটি রোড। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে কমব্যাট ফোর্স। নেতার মৃত্যুর খবর ব্যারাকপুর পৌঁছতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বিজেপি কর্মীরা।

আগামীকাল ১২ ঘন্টার ব্যারাকপুর (Barrackpur) বনধের ডাক দিয়েছে বিজেপি। গত বছর জুন মাসে ব্যারাকপুর লোকসভা থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী কে হারিয়ে জয়ী হলে, বদলাতে শুরু করে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতির সমীকরণ। সেই সমীকরণে ২০১৯ সালের জুন মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মনীশ শুক্লা। পরিস্থিতি যাতে কোনোভাবেই হাতের বাইরে না যায় তাই রাত থেকেই এলাকায় এলাকায় টহলদারি বাড়িয়ে দিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বিজেপির অভিযোগ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আসলে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের পুতুল। তাই দলীয় নেতা নৃশংস ভাবে খুন হয়ে গেলেও কোন বিচার মিলবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.