ব্যারাকপুরে বিজেপি (BJP) নেতা মনীশ শুক্লা (Manish Shukla) খুনের ঘটনার পর ওই এলাকার সমস্ত ছোট বড় তৃণমূল নেতাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে পুলিশ প্রশাসন।
সূত্রের খবর, মনীশ শুক্লার হত্যার কয়েক ঘন্টা পরেই ব্যারাকপুর কমিশনারেটের (Barrackpur Police Commissionrate) পক্ষ থেকে ফোন করা হয় অধীনস্থ এলাকার সমস্ত থানায়। সমস্ত থানার শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয় দ্রুত যেন এলাকার পরিচিত তৃণমূল নেতাদের সুরক্ষা তথা নিরাপত্তা বৃদ্ধি প্রসঙ্গে যাবতীয় তথ্য সংগ্রহের। পাশাপাশি, তাদের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা সংক্রান্ত বিষয় যাবতীয় খুঁটিনাটি জেনে নেওয়া।
জানা গিয়েছে, মনীশ শুক্লা খুনের ঘটনার পর প্রত্যাঘাত হানতে পারে বিজেপি। এমনই আশংকা থেকে নেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সূত্রের খবর, যে সমস্ত নেতাদের কোনওরকম নিরাপত্তা নেই, তাদের গতিবিধি সংক্রান্ত রিপোর্ট তৈরি করে দ্রুত কমিশনারেটের দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
সঙ্গে তাদের জন্য থানা থেকেই নিরাপত্তা মোতায়েন করার বন্দোবস্তের নির্দেশও দেওয়া হয়েছে। যে সমস্ত নেতাদের ইতিমধ্যেই পুলিশি নিরাপত্তা রয়েছে, তাদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। প্রসঙ্গে ব্যারাকপুর এলাকার তৃণমূল (TMC) নেতা জানিয়েছেন, আমি এমনিতে কোনওরকম নিরাপত্তারক্ষী নিই না। কিন্তু রাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করে সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়েছে। বলা হয়েছে আগামী কিছুদিনের মধ্যেই নিরাপত্তা ব্যবস্থা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করে দেওয়া হবে।
ওই নেতার কথায়, “ব্যারাকপুরের রাজনীতি এমনি পশ্চিমবঙ্গের অন্যপ্রান্তে রাজনীতি থেকে আলাদা। বামফ্রন্ট জামানায় থেকে যে ট্রেন্ড চলে আসছে তা এখনও বজায় রয়েছে। আমরা গত ৪০ বছর ধরে দেখে আসছি।
ফলে বলতেই পারি মনীশ শুক্লার খুনের পর পরিস্থিতি আরও জটিল হবে। পুলিশ প্রশাসন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলেই মঙ্গল।” প্রসঙ্গত, মনীশ শুক্লার নিরাপত্তারক্ষী ছিল। কিন্তু, রবিবার ছুটির দিনে সেই নিরাপত্তারক্ষীরা ছিলেন না। সেই সুযোগেই দুষ্কৃতীরা তাঁকে খুন করে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তৃণমূল নেতাদের নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।